মাহিন সরকার: [২] নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। দ্বিতীয় টি-টোয়েন্টি বল ও রানের হিসেব মেলাতে না পারায় হেরে যায় বাংলাদেশ। বৃষ্টি আইনে ২৮ রানে দ্বিতীয় ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড।
[৩] সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও স্বাগতিকদের ঘরেই রইল। নেপিয়ারে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বেশ কঠিন টার্গেট পায় বাংলাদেশ। ১৬ ওভারে লক্ষ্য ছিল ১৭১ রান। রান তাড়ায় বেশ ভালই শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে বুধবার এক ভিডিও বার্তায় সৌম্য জানান, ভুল না করলে শেষ ম্যাচে জিততে পারবে বাংলাদেশ।
[৪] ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও র্যাবিটহোল বিডি।