বগুড়া প্রতিনিধিঃ [২] জেলার নন্দীগ্রাম উপজেলায় পুলিশের কাজে বাঁধা দেয়ায় বিএনপি নেতাসহ ১৩ জনের নামে উল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে। নন্দীগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে রবিবার দিবাগত রাতে মামলাটি দায়ের করে। অত্র মামলায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
[৩] গ্রেফতারকৃতরা হলেন, জুয়েল রানা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের চাচাতো ভাই ও রবিউল ইসলাম উপজেলার নুনদহ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
[৪] জানা যায়, রোববার ২৮ মার্চ হেফাজত ইসলামী বাংলাদেশ এর সকাল-সন্ধ্যা হরতাল চলাকালীন বিকেল ৪টায় নন্দীগ্রাম পৌর এলাকার মাঝগ্রাম পুরাতন রেজিস্ট্রি অফিস মোড়ে রাস্তার উপর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদরের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা বাঁশের লাঠি, কাঠের বাটাম ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। একই সময়ে অপরদিকে হরতালের বিপক্ষে ছাত্রলীগ মিছিল বের করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
[৫] খবর পেয়ে থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে যায়। বিএনপি নেতৃত্বে বিক্ষোভ মিছিলের নেতাকর্মিরা এসআই রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্সদের আঘাত করে। সে সময় থানা পুলিশ ২জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
[৬] নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদক-কে বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত আছে। সম্পাদন্যা: জেরিন আহমেদ