স্বপন দেব: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে স্বাধীনতা সৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সংক্ষিপ্ত পরিসরে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধণা, মসজিদে ও মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল এতিমখানায় বিশেষ খাবার বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ।