কূটনৈতিক প্রতিবেদক: [৩] মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে নেপালের প্রেসিডেন্টের সফর নিয়ে ঢাকা সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা বাংলাদেশ সফর করছেন এবং যারা আসতে পারেননি, তারা বিভিন্ন বার্তা পাঠাচ্ছেন।
[৪] তিনি বলেন, ব্রিটেনের রানি, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট, জার্মানির প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, ইতালির প্রেসিডেন্ট, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও স্পেনের রাজার বার্তা পেয়েছি।
[৫] বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আমাদের ওপরে আস্থা রাখছেন জানিয়ে মোমেন বলেন, এরইমধ্যে চীনের প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রী, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ভিডিও বার্তা দিয়েছেন।
[৬] ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস করার সম্ভাবনা খুবই কম উল্লেখ করে বলেন, জাতিসংঘ আগে থেকে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা দিয়েছে।
[৭] পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুব ভাগ্যবান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সুযোগ পেয়েছি। এসব শুভেচ্ছা বার্তা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কের শক্তিশালী নিদর্শন।
[৮] নেপালের প্রেসিডেন্টের সফর নিয়ে বলেন, তার এই সফর আবহমান সাংস্কৃতিক ও ভৌগোলিক নৈকট্যের ভিত্তির ওপর রচিত বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে।