শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বীর মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে তাড়াশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

হাদিউল হৃদয়: [২] সিরাজগঞ্জের তাড়াশে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর উপর হামলার প্রতিবাদে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনতা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিপুল সংখ্যকস্থানীয় মুক্তিযোদ্ধা, জনতা অংশ নেন।

[৩] শনিবার (৬ মার্চ) দুপুরে তাড়াশ প্রেসক্লাব চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলন।

[৪] অন্যানের মাঝে আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান প্রমুখ।

[৫] এতে বক্তাগন বলেন, দিঘীসগুনা গ্রামের মসজিদ, কবরস্থানসহ ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্ম সাতের প্রতিবাদ করায় গত ২৮ ফেব্রুয়ারি উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দিঘীসগুনা গ্রামে একদল সন্ত্রাসী প্রকাশ্য দিবালকে হত্যার উদ্দ্যেশে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর উপর নাক্ক্যার জনক হামলা করে। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

[৬] মুক্তিযোদ্ধা, জনতা ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে প্রতিবাদ সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধারা তাড়াশ উপজেলা নির্বাহী (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়