সুজন কৈরী: [২] রাজধানীর বংশালের মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫১২ পিস বিক্রয় নিষিদ্ধ দেশি-বিদেশি ওষুধ ও প্যাথেডিনসহ একজনকে আটক করেছে র্যাব-১০। আটককৃতের নাম- আব্দুল করিম।
[৩] ব্যাটালিয়নের এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, শনিবার রাতে মিটফোর্ড রোডের আরাফাত মার্কেটে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার ৩০০টাকা উদ্ধার করা হয়েছে।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ীসহ ওষুধ কালোবাজারী ও বিদেশী ওষুধ চোরাচালানকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধ প্যাথেডিনসহ বিভিন্ন সরকারী ওষুধ কালোবাজারী ও বিদেশী ওষুধ চোরাচালানের মাধ্যমে ওষুধ সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকার বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করছিলেন।
আটক আব্দুল করিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে।