শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির ছাদ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাড়ির ছাদে থেকে ইয়াসিন আরাফাত নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] শনিবার দুপুরে এ ঘটনায় আরাফাতের দুই বন্ধুকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

[৪] এরা হলেন,মকবুল হোসেনের ছেলে আলভী ও ফিরোজ শিকদারের ছেলে একান্ত শিকদার। ইয়াছিন উপজেলা খাদ্য অধিদফতরের অফিস সহকারী (অবসরপ্রাপ্ত) আব্দুর রহমানের ছেলে। আব্দুর রহমান খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী হওয়ার সুবাদে ১৫ বছর ধরে পরিবার নিয়ে আশুগঞ্জে থাকছেন।

[৫] পাঁচ বছর ধরে তারা হাজীপাড়ায় কালাম মিয়ার বাসায় ভাড়া থাকেন।

[৬] ইয়াছিনের পরিবার সদস্যরা বলেন, ইয়াছিন বেশির সময় কাটাতেন আলভি, রায়হান, প্রান্ত ও একান্ত নামের বন্ধুদের সাথে। কিছুদিন আগে ইয়াছিনকে আলভিসহ কয়েকজন মারধর করেছিল। আমরা প্রকৃত ঘটনা রহস্য বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

[৭] আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ বলেন, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ইয়াছিনের দুই বন্ধুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে । সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়