অনন্যা আফরিন:[২]ক্যাসিনো দিয়ে চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি গড়েন শবনম বুবলী। ক্যাসিনো’র পরিচালক আসিফ ইকবাল জুয়েলই নতুন ছবিটি বানাবেন। এতে আরো থাকছেন চিত্রনায়ক রোশান এবং অভিনেতা শহীদুজ্জামান সেলিম।ইত্তেফাক,বিডি২৪
[৩]নতুন ছবি প্রসঙ্গে নিরব ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘চোখ’-এর গল্প এগোবে আমার চরিত্রকে কেন্দ্র করে। তার চোখ অন্ধ থাকে। সে কীভাবে দৃষ্টি ফিরে পায় এবং এরপর কী কী ঘটে সেসবই ছবিটির গল্প।’
[৪]জানা গেছে, আগামী ১৯ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এর শুটিং। ঢাকা ও নারায়ণগঞ্জে কিছু দৃশ্যের কাজ হবে।