নূর মোহাম্মদ: [২] সরকারের দুই প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল গ্রহণ করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ আপিল নিষ্পত্তি না পর্যন্ত এ আয়কর আদায় থেকে বিরত থাকতে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
[৩] বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে থাকা ব্যারিস্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ৪৬টি রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের দুই প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হয়। একইসঙ্গে ওই দুই প্রজ্ঞাপন অনুসারে যে অর্থ আদায় করা হয়েছে, তা ফেরত দিতে এনবিআরকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
[৪] ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগ মঙ্গলবার অর্থ ফেরত দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন।