শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথার আটঘর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন: [২] মাদক, সন্ত্রাস, জঙ্গী, নারী নির্যাতন ও সংঘর্ষ প্রতিরোধে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সালথা থানা পুলিশের আয়োজনে সোমবার বিকাল ৪ টায় ইউনিয়নের গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

[৩] সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদারের সভাপতিত্বে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের মোল্যা, আওয়ামী লীগ নেতা আবু সালেহ মোঃ খসবু, বিল্লাল খান, সালথা থানার এসআই রেজাউল করিম, মোঃ শহীদুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ, ইউপি সদস্য সেলিম খান প্রমূখ।

[৪] অনুষ্ঠান পরিচালনা করেন আটঘর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই আব্দুল্লাহ আজিজ।

[৫] এসময় বক্তারা, মাদক, জঙ্গী, নারী নির্যাতন ও সংঘর্ষ-মারামারীসহ সকল অপরাধ প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। এছাড়াও সন্ত্রাস-চাদাবাজ, জুলুম-নির্যাতনকারীকে কোন প্রকার ছাড় না দেওয়ার হুশিয়ারী দেন বক্তারা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়