শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথার আটঘর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন: [২] মাদক, সন্ত্রাস, জঙ্গী, নারী নির্যাতন ও সংঘর্ষ প্রতিরোধে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সালথা থানা পুলিশের আয়োজনে সোমবার বিকাল ৪ টায় ইউনিয়নের গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

[৩] সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদারের সভাপতিত্বে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের মোল্যা, আওয়ামী লীগ নেতা আবু সালেহ মোঃ খসবু, বিল্লাল খান, সালথা থানার এসআই রেজাউল করিম, মোঃ শহীদুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ, ইউপি সদস্য সেলিম খান প্রমূখ।

[৪] অনুষ্ঠান পরিচালনা করেন আটঘর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই আব্দুল্লাহ আজিজ।

[৫] এসময় বক্তারা, মাদক, জঙ্গী, নারী নির্যাতন ও সংঘর্ষ-মারামারীসহ সকল অপরাধ প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। এছাড়াও সন্ত্রাস-চাদাবাজ, জুলুম-নির্যাতনকারীকে কোন প্রকার ছাড় না দেওয়ার হুশিয়ারী দেন বক্তারা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়