শিরোনাম
◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি ◈ নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা আরও ভালো হবে: সেনাসদর (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথার আটঘর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন: [২] মাদক, সন্ত্রাস, জঙ্গী, নারী নির্যাতন ও সংঘর্ষ প্রতিরোধে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সালথা থানা পুলিশের আয়োজনে সোমবার বিকাল ৪ টায় ইউনিয়নের গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

[৩] সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদারের সভাপতিত্বে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের মোল্যা, আওয়ামী লীগ নেতা আবু সালেহ মোঃ খসবু, বিল্লাল খান, সালথা থানার এসআই রেজাউল করিম, মোঃ শহীদুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ, ইউপি সদস্য সেলিম খান প্রমূখ।

[৪] অনুষ্ঠান পরিচালনা করেন আটঘর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই আব্দুল্লাহ আজিজ।

[৫] এসময় বক্তারা, মাদক, জঙ্গী, নারী নির্যাতন ও সংঘর্ষ-মারামারীসহ সকল অপরাধ প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। এছাড়াও সন্ত্রাস-চাদাবাজ, জুলুম-নির্যাতনকারীকে কোন প্রকার ছাড় না দেওয়ার হুশিয়ারী দেন বক্তারা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়