শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথার আটঘর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন: [২] মাদক, সন্ত্রাস, জঙ্গী, নারী নির্যাতন ও সংঘর্ষ প্রতিরোধে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সালথা থানা পুলিশের আয়োজনে সোমবার বিকাল ৪ টায় ইউনিয়নের গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

[৩] সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদারের সভাপতিত্বে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের মোল্যা, আওয়ামী লীগ নেতা আবু সালেহ মোঃ খসবু, বিল্লাল খান, সালথা থানার এসআই রেজাউল করিম, মোঃ শহীদুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ, ইউপি সদস্য সেলিম খান প্রমূখ।

[৪] অনুষ্ঠান পরিচালনা করেন আটঘর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই আব্দুল্লাহ আজিজ।

[৫] এসময় বক্তারা, মাদক, জঙ্গী, নারী নির্যাতন ও সংঘর্ষ-মারামারীসহ সকল অপরাধ প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। এছাড়াও সন্ত্রাস-চাদাবাজ, জুলুম-নির্যাতনকারীকে কোন প্রকার ছাড় না দেওয়ার হুশিয়ারী দেন বক্তারা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়