শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৬:১৬ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চসিক নির্বাচন: কেন্দ্রে সমস্যা সৃষ্টি করলে ভোট গ্রহণ বন্ধের কথা বললেন সিনিয়র সচিব মো. আলমগীর

রিয়াজুর রহমান, চট্টগ্রাম: শনিবার (২৩ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মিলনায়াতনে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর।
তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণে কোনও ধরণের অনিয়ম হলে তা কঠোরভাবে দমন  করার নির্দেশ দেন।ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এ সিনিয়র সচিব।
চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা নির্বাচনী কেন্দ্রের দায়িত্বে থাকবেন, তাদের কাছেই সব ক্ষমতা থাকবে। নির্বাচনে কেউ যদি ভোট দেয়া নিয়ে সমস্যা সৃষ্টি করে আপনার তাদের বলবেন, তোমরা দায়িত্ব নাও, আমরা চলে যাচ্ছি। এরপরেও তারা কোনো সমস্যা করতে চাইলে আপনারা ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করবেন।
সভায় বিশেষ অতিথি  ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিই প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাসেম মো. ফজলুল কাদের, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়