শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৬:১৬ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চসিক নির্বাচন: কেন্দ্রে সমস্যা সৃষ্টি করলে ভোট গ্রহণ বন্ধের কথা বললেন সিনিয়র সচিব মো. আলমগীর

রিয়াজুর রহমান, চট্টগ্রাম: শনিবার (২৩ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মিলনায়াতনে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর।
তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণে কোনও ধরণের অনিয়ম হলে তা কঠোরভাবে দমন  করার নির্দেশ দেন।ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এ সিনিয়র সচিব।
চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা নির্বাচনী কেন্দ্রের দায়িত্বে থাকবেন, তাদের কাছেই সব ক্ষমতা থাকবে। নির্বাচনে কেউ যদি ভোট দেয়া নিয়ে সমস্যা সৃষ্টি করে আপনার তাদের বলবেন, তোমরা দায়িত্ব নাও, আমরা চলে যাচ্ছি। এরপরেও তারা কোনো সমস্যা করতে চাইলে আপনারা ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করবেন।
সভায় বিশেষ অতিথি  ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিই প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাসেম মো. ফজলুল কাদের, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়