নূর মোহাম্মদ : [২] কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে বুধবার তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৫ জানুয়ারি তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
[৩] শুনানিতে হাইকোর্ট বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বরত একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে কুষ্টিয়ার এসপির দুর্ব্যবহার শুধু বিচার প্রশাসনে হস্তক্ষেপই নয় বরং পুরো বিচার বিভাগের প্রতি প্রচন্ড আঘাতের সামিল।
[৪] আদালত বলেন, দায়িত্বরত একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে ওই পুলিশ সুপার যে আচরণ করেছেন, তা আদালত অবমাননার সামিল। এসপির এই কর্মকাণ্ডকে আমরা এড়িয়ে যেতে পারি না। এটাকে হালকাভাবে নেওয়ারও সুযোগ নেই। উনি শুধু গুরুতর আদালত অবমাননাই করেননি, বিচার বিভাগের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করেছেন।
[৫] এর আগে এসপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন ওই ম্যজিস্ট্রেট। আবেদনের অনুলিপি সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের আইজির দপ্তরেও পাঠানো হয়।
[৬] আবেদনে বলা হয়, অনৈতিক ও বেআইনি কার্যকলাপ, আক্রমণাত্মক ও বিশৃঙ্খলামূলক আচরণ দ্বারা ভয়ভিতী প্রদর্শন এবং সরকারি দায়িত্ব পালনে পদমর্যাদার অপব্যবহার করেছেন তানভীর আরাফাত। পুলিশ সুপার ও তার সঙ্গী ফোর্সদের আচরণ স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর ৬৯, ৭০, ৭৪, ৮০ ও ৮১ বিধির সরাসরি লঙ্ঘন।