সুজন কৈরী : সাভার এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে একটি বেকারীকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। সেইসঙ্গে ধ্বংস করা হয়েছে বিভিন্ন ভেজাল খাদ্যদ্রব্যও।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের বলিয়ারপুর এলাকায় র্যাব-৪ ভ্রাম্যমান আদালত পরিচালিত করে। আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ন ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে আদি মোহাম্মাদীয়া বেকারী এন্ড সুইটসের মালিক মো. নুরে আলম (৩৫) কাছে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এয়াড়াও বেকারী থেকে বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য জব্দ করা হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।