শিরোনাম
◈ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে ◈ জামায়াতসহ আট দল একই দিনে নির্বাচন ও গণভোটের আ‌য়োজন মে‌নে নি‌লো  ◈ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের পানি পানের বিরতি  ◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কন্যাশিশু জন্ম দেয়ায় চুয়াডাঙ্গার দুটি পরিবার পেল এসপির উপহার

ডেস্ক রিপোর্ট: কন্যাশিশু জন্ম দেয়ায় চুয়াডাঙ্গার দুটি পরিবারের কাছে ফুল, মিষ্টি ও উপহার সামগ্রী পৌঁছে দিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এর মাধ্যমে জেলা পুলিশের দেয়া ঘোষণার শুভ সূচনা করলেন তিনি।

রবিবার চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়া এবং আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের দুটি পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গত ১ জানুয়ারি পৌর এলাকার মালোপাড়ার মফিজুল হক ও সুলতানা দম্পতি এবং নতিডাঙ্গা গ্রামের আমিনুর রহমান ও শামীমা খাতুন দম্পতির পরিবারে একটি করে কন্যা সন্তানের জন্ম হয়। রবিবার জেলা পুলিশের কন্ট্রোলরুমে সে খবর জানানোর পর পুলিশ সুপারের উদ্যোগে স্ব স্ব পরিবারের কাছে ফুল, মিষ্টি, ফল, পোশাকসহ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
পুলিশ সুপার আরো জানান, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যতান প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূর করতে জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজের একটি পোস্ট ভাইরাল হয়। পোস্টে পুলিশ কন্ট্রোলরুমের একটি মোবাইলফোন নম্বর দিয়ে বলা হয় ‘কন্যাসন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সাথে সাথে।’ বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়