শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষেই শতভাগ বিদ্যুতের আওতায় আসছে মঠবাড়িয়া উপজেলা

জুলফিকার আমীন: [২] ‘‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কালজয়ী উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচির আওতায় মুজিববর্ষেই মঠবাড়িয়া উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে।

[৩] উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করার লক্ষ্যে বিদ্যুৎ বঞ্চিত লোকদের আবেদনের জন্য ইতোমধ্যে পল্লী বিদ্যুৎ মঠবাড়িয়া জোনাল অফিসের পক্ষ থেকে পৌর শহরসহ উপজেলার ১১ ইউনিয়নে মাইকিং করা হয়েছে। অপর দিকে কোন দালালের দ্বারস্থ না হয়ে সরাসরি পল্লী বিদ্যুৎ সমিতির নিকটস্থ অফিসে যোগাযোগ করার জন্যেও অনুরোধ করা হয়েছে।

[৪] পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক প্রচার পত্রে দাবী করেন, ভৌগলিক বাস্তবতা, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও বিশ্বময় মহামারি করোনা ভাইরাস সত্ত্বেও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মঠবাড়িয়া উপজেলাসহ পিরোজপুর সদর, নাজিরপুর, নেছারাবাদ, ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানী, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ ও শরনখোলা এবং বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলা মুজিববর্ষেই শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে।

[৫] মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিত্যানন্দ কুন্ডু জানান, বর্তমানে মঠবাড়িয়ায় ৭৩ হাজার ৫’শ ৪০ জন পল্লী বিদ্যুতের গ্রহক রয়েছেন। যারা এখনো বিদ্যুৎ সংযোগ পাননি তাদের দ্রুত আবেদনের জন্য বলা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়