শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষেই শতভাগ বিদ্যুতের আওতায় আসছে মঠবাড়িয়া উপজেলা

জুলফিকার আমীন: [২] ‘‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কালজয়ী উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচির আওতায় মুজিববর্ষেই মঠবাড়িয়া উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে।

[৩] উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করার লক্ষ্যে বিদ্যুৎ বঞ্চিত লোকদের আবেদনের জন্য ইতোমধ্যে পল্লী বিদ্যুৎ মঠবাড়িয়া জোনাল অফিসের পক্ষ থেকে পৌর শহরসহ উপজেলার ১১ ইউনিয়নে মাইকিং করা হয়েছে। অপর দিকে কোন দালালের দ্বারস্থ না হয়ে সরাসরি পল্লী বিদ্যুৎ সমিতির নিকটস্থ অফিসে যোগাযোগ করার জন্যেও অনুরোধ করা হয়েছে।

[৪] পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক প্রচার পত্রে দাবী করেন, ভৌগলিক বাস্তবতা, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও বিশ্বময় মহামারি করোনা ভাইরাস সত্ত্বেও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মঠবাড়িয়া উপজেলাসহ পিরোজপুর সদর, নাজিরপুর, নেছারাবাদ, ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানী, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ ও শরনখোলা এবং বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলা মুজিববর্ষেই শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে।

[৫] মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিত্যানন্দ কুন্ডু জানান, বর্তমানে মঠবাড়িয়ায় ৭৩ হাজার ৫’শ ৪০ জন পল্লী বিদ্যুতের গ্রহক রয়েছেন। যারা এখনো বিদ্যুৎ সংযোগ পাননি তাদের দ্রুত আবেদনের জন্য বলা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়