শিরোনাম
◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন”

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষেই শতভাগ বিদ্যুতের আওতায় আসছে মঠবাড়িয়া উপজেলা

জুলফিকার আমীন: [২] ‘‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কালজয়ী উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচির আওতায় মুজিববর্ষেই মঠবাড়িয়া উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে।

[৩] উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করার লক্ষ্যে বিদ্যুৎ বঞ্চিত লোকদের আবেদনের জন্য ইতোমধ্যে পল্লী বিদ্যুৎ মঠবাড়িয়া জোনাল অফিসের পক্ষ থেকে পৌর শহরসহ উপজেলার ১১ ইউনিয়নে মাইকিং করা হয়েছে। অপর দিকে কোন দালালের দ্বারস্থ না হয়ে সরাসরি পল্লী বিদ্যুৎ সমিতির নিকটস্থ অফিসে যোগাযোগ করার জন্যেও অনুরোধ করা হয়েছে।

[৪] পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক প্রচার পত্রে দাবী করেন, ভৌগলিক বাস্তবতা, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও বিশ্বময় মহামারি করোনা ভাইরাস সত্ত্বেও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মঠবাড়িয়া উপজেলাসহ পিরোজপুর সদর, নাজিরপুর, নেছারাবাদ, ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানী, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ ও শরনখোলা এবং বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলা মুজিববর্ষেই শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে।

[৫] মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিত্যানন্দ কুন্ডু জানান, বর্তমানে মঠবাড়িয়ায় ৭৩ হাজার ৫’শ ৪০ জন পল্লী বিদ্যুতের গ্রহক রয়েছেন। যারা এখনো বিদ্যুৎ সংযোগ পাননি তাদের দ্রুত আবেদনের জন্য বলা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়