শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ হাসান: আত্মহত্যার ইংগিত দিয়ে ফেসবুক লাইভে নায়িকা তমা মির্জা বললেন, আমার মৃত্যুর জন্য হিশাম দায়ী থাকবে

মাসুদ হাসান: ২০১৯ সালের মে মাসে কানাডা প্রবাসী ব্যবসায়ী হিশাম চিশতীকে বিয়ে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা। সম্প্রতি হানিমুনের পর দেশে ফিরে চিত্রনায়িকা তমা মির্জা ও তার স্বামী বাড্ডা থানায় পাল্টাপাল্টি দুটি মামলা করেছেন। যৌতুক, নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে গত ৫ ডিসেম্বর তিন ধরনের মামলা করেছেন তমা। অন্যদিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ৬ ডিসেম্বর মামলা করেন এই অভিনেত্রীর স্বামী হিশাম চিশতী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তমাকে নিয়ে নানা বিষয়ে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। এবার সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে মুখ খুলেছেন তমা মির্জা।

২৬ ডিসেম্বর রাত ১০টায় নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি। প্রায় চল্লিশ মিনিটের এই লাইভের শেষে তমা জানান, তিনি এখন চরম এক পর্যায়ে পৌঁছেছেন। আত্মহত্যার ইঙ্গিত দিয়ে তমা বলেন, যদি তার কিছু হয়, তবে এর জন্য দায়ী থাকবেন হিশাম চিশতী। শুরুতে তমা বলেন, ‘হিশামের সঙ্গে পরিচয় আমাদের এক কমন বন্ধুর মাধ্যমে। প্রথমেই তাকে আমি অত্যন্ত ভদ্র ছেলে হিসেবে পেয়েছি। তার কনভেন্সিং পাওয়ার খুবই বেশি; যার ফলে অল্প সময়ের মধ্যে আমি তাকে বিয়ের সিদ্ধান্ত নেই।’ হিশাম কখনোই বড় ব্যবসায়ী নয় উল্লেখ করে এই তারকা বলেন, ‘আমার জানা মতে, কানাডার টরেন্টো শহরে প্রায় ৫০ হাজার রিয়েল স্টেট ব্যবসায়ী আছে। যারা বছরে দুই/তিনটি বাড়ি বিক্রি করতে পারেন। হিশামও তাদের মধ্যে একজন। তিনি কানাডাতে সাংস্কৃতিক শো স্পন্সর করেন। ২০০-৫০০ ডলার দিয়েই এসব স্পন্সর হয়। আমি আসলে তার স্পন্সরের চেয়ে তিন চারগুণ সম্মানী পাই।’ সূত্র বাংলা ট্রিবিউন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়