শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে করা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিচ্ছিন্ন দ্বীপ নুনেরটেকে বিদ্যুতের আলোর আলোকিত হচ্ছে আজ

নেয়ামূল হক: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনার বিচ্ছিন্ন দ্বীপ নুনেরটেক বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে আজ। স্বাধীনতার ৪৮ বছর পরে বিচ্ছিন্ন দ্বীপের কাঙ্খিত আলোর আলোকিত স্বপ্ন বাস্তবই পূরণ হতে চলছে।

[৩] রোববার (২০শে ডিসেম্বর) সকালে শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

[৪] জানা যায়, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার যুগান্তকারী পদক্ষেপে মেঘনা নদীবেষ্টিত উপজেলার দুর্গম চরাঞ্চল নুনেরটেকে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে আজ ।

[৫] প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে সোনারগাঁয়ের মূল ভূখন্ড থেকে মেঘনা নদীর তলদেশ দিয়ে সাব-মেরিন ক্যাবল প্রতিস্থাপনের মাধ্যমে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন টেনে ১৩ কিলোমিটার ইতিমধ্যে এ চরে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ পুরোদমে শেষ। উল্লেখ্য যে, গত বছর ২৪ ডিসেম্বর সাংসদ লিয়াকত হোসেন খোকা বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ উদ্বোধন করেন।

[৬] নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ (১) এর তত্ত্বাবধানে ৬৪টি ট্রান্সফরমার এর মাধ্যমে প্রথম পর্যায় প্রায় ১২৫২টি সংযোগকৃত গ্ৰাহক দিয়ে এ বিদ্যুৎ শুভ উদ্বোধন করা হয় ।

[৭] বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার হিসেবে সোনারগাঁয়ে বিদ্যুৎ বঞ্চিত এ চরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছিলো বলে জানান সাংসদ লিয়াকত হোসেন খোকা।

[৮] জানা গেছে, মেঘনা নদীর মধ্যে প্রায় ২০০ বছর আগে জেগে ওঠা এ চরে বর্তমানে প্রায় ২০ হাজার লোকের বসবাস। এখানকার বেশির ভাগ মানুষ মৎস্য ও কৃষিজীবী। নুনেরটেকবাসী স্বাধীনতার পর থেকেই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিদ্যুতের দাবি জানিয়ে আসছিলেন প্রতিনিয়ত।

[৯] বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক বলেন, ‘আমার ইউনিয়নের নুনেরটেক দ্বীপটি ছিলো বিদ্যুৎবিহীন একটি জনপদ। এখানকার মানুষ বিদ্যুতের জন্য দীর্ঘদিন থেকে দাবী জানিয়ে এলেও তাদের এ দাবী পূরণ করা সম্ভব হয়নি কিন্তু বর্তমান সরকার এ প্রত্যন্ত দ্বীপে বিদ্যুৎসংযোগ দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়।’ সম্পাদনা: হ্যাপি

[১০] নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (১) সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ সাইরুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। এটা বাস্তবায়ন করার জন্য আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির সমস্ত কর্মকর্তা-কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

[১১] সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক জোনাব আলী জানান, নুনেরটেকে বিদ্যুৎসংযোগ দেওয়ার জন্য দ্রুতগতিতে কাজ করে এগিয়েছি। ইতোমধ্যে খুঁটি স্থাপনসহ সমগ্র কাজ শেষে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আজ (২০ ডিসেম্বর) মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার হাতে উদ্বোধন হয়ে নুনেরটেক মানুষ বিদ্যুৎতের আলো দেখবে।

[১২] স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ প্রত্যন্ত দ্বীপে বিদ্যুৎসংযোগ দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়।’ সোনারগাঁয়ে অনেক জনপ্রতিনিধি এসেছেন কিন্তু স্বাধীনতার ৪৮ বছর পরও কোন জনপ্রতিনিধি এই নুনেরটেকে বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে পারেনি। আল্লাহর অশেষ মেহের বানিতে মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল নুনেরটেক গ্রামটিতে আজ থেকে বিদ্যুতের আলোয় আলোকিত হবে।

[১২] প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ থেকে গ্রামটির ২০ হাজার মানুষ পল্লী বিদ্যুতের সুবিধা ভোগ করবেন। তিনি সোনারগাঁও বাসীকে এই অভূতপূর্ব স্মরণীয় ক্ষণের আলোর আলোকিত থাকবে এ প্রত্যাশা ব্যক্ত করেন ‌।

  • সর্বশেষ
  • জনপ্রিয়