শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে পিটিয়ে ও মাথা থেঁতলে তরুণকে হত্যা

ডেস্ক রিপোর্ট : রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে সুজন হাওলাদার নামে এক তরুণকে পিটিয়ে ও ইটের আঘাতে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। বুধবার এ হত্যাকাণ্ড ঘটে। শাহজাহানপুর থানার ওসি মো. শহিদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডেইলি বাংলাদেশ

তিনি বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে বৃহস্পতিবার দুজনকে গ্রেফতার করা হয়েছে। সুজন হাওলাদার আসবাব তৈরির মিস্ত্রি ছিলেন। সপরিবারে খিলগাঁও তিলপাপাড়ায় থাকতেন।

এদিকে পুলিশ জানায়, বুধবার সকালে শাহজাহানপুর রেল কলোনিতে বন্ধু এরশাদের সঙ্গে সুজনের হাতাহাতি হয়। একপর্যায়ে সুজনকে ধরে শাহজাহানপুর কলোনিতে তার বাসায় নিয়ে যান এরশাদ। তখন এরশাদ, তার মা, বোন, দুই ভাই ও কয়েকজন বন্ধু মিলে সুজনকে মারধর করে ও রড দিয়ে পেটান। সে সময় সুজনের মাথা ইটের আঘাতে থেঁতলে দেন।

পরে তারাই আবার সুজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সুজনের স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদপুর কলেজ গেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে মারা যান সুজন।

এ ঘটনায় বুধবার রাতে সুজনের বাবা আবদুর রহমান বাদী হয়ে এরশাদ, তার মা, বোন, দুই ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় এরশাদের মা ও বোনকে গ্রেফতার করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়