শিরোনাম
◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন”

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে পিটিয়ে ও মাথা থেঁতলে তরুণকে হত্যা

ডেস্ক রিপোর্ট : রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে সুজন হাওলাদার নামে এক তরুণকে পিটিয়ে ও ইটের আঘাতে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। বুধবার এ হত্যাকাণ্ড ঘটে। শাহজাহানপুর থানার ওসি মো. শহিদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডেইলি বাংলাদেশ

তিনি বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে বৃহস্পতিবার দুজনকে গ্রেফতার করা হয়েছে। সুজন হাওলাদার আসবাব তৈরির মিস্ত্রি ছিলেন। সপরিবারে খিলগাঁও তিলপাপাড়ায় থাকতেন।

এদিকে পুলিশ জানায়, বুধবার সকালে শাহজাহানপুর রেল কলোনিতে বন্ধু এরশাদের সঙ্গে সুজনের হাতাহাতি হয়। একপর্যায়ে সুজনকে ধরে শাহজাহানপুর কলোনিতে তার বাসায় নিয়ে যান এরশাদ। তখন এরশাদ, তার মা, বোন, দুই ভাই ও কয়েকজন বন্ধু মিলে সুজনকে মারধর করে ও রড দিয়ে পেটান। সে সময় সুজনের মাথা ইটের আঘাতে থেঁতলে দেন।

পরে তারাই আবার সুজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সুজনের স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদপুর কলেজ গেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে মারা যান সুজন।

এ ঘটনায় বুধবার রাতে সুজনের বাবা আবদুর রহমান বাদী হয়ে এরশাদ, তার মা, বোন, দুই ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় এরশাদের মা ও বোনকে গ্রেফতার করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়