শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে পিটিয়ে ও মাথা থেঁতলে তরুণকে হত্যা

ডেস্ক রিপোর্ট : রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে সুজন হাওলাদার নামে এক তরুণকে পিটিয়ে ও ইটের আঘাতে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। বুধবার এ হত্যাকাণ্ড ঘটে। শাহজাহানপুর থানার ওসি মো. শহিদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডেইলি বাংলাদেশ

তিনি বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে বৃহস্পতিবার দুজনকে গ্রেফতার করা হয়েছে। সুজন হাওলাদার আসবাব তৈরির মিস্ত্রি ছিলেন। সপরিবারে খিলগাঁও তিলপাপাড়ায় থাকতেন।

এদিকে পুলিশ জানায়, বুধবার সকালে শাহজাহানপুর রেল কলোনিতে বন্ধু এরশাদের সঙ্গে সুজনের হাতাহাতি হয়। একপর্যায়ে সুজনকে ধরে শাহজাহানপুর কলোনিতে তার বাসায় নিয়ে যান এরশাদ। তখন এরশাদ, তার মা, বোন, দুই ভাই ও কয়েকজন বন্ধু মিলে সুজনকে মারধর করে ও রড দিয়ে পেটান। সে সময় সুজনের মাথা ইটের আঘাতে থেঁতলে দেন।

পরে তারাই আবার সুজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সুজনের স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদপুর কলেজ গেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে মারা যান সুজন।

এ ঘটনায় বুধবার রাতে সুজনের বাবা আবদুর রহমান বাদী হয়ে এরশাদ, তার মা, বোন, দুই ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় এরশাদের মা ও বোনকে গ্রেফতার করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়