শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২০, ১১:১২ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২০, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুলতান মির্জা: বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী কারা?

সুলতান মির্জা: ধর্মনিরপেক্ষতা সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে। খ্রিস্টান তার ধর্ম পালন করবে। বৌদ্ধ তার নিজের ধর্ম পালন করবে। এ মাটিতে ধর্মহীনতা নেই ধর্মনিরপেক্ষতা আছে। এর একটা মানে আছে। এখানে ধর্মের ব্যবসা চলবে না, ধর্মের নামে মানুষকে লুট করে খাওয়া চলবে না। ৭১ টিভি বয়কটের ডাক দিয়েছে ইসলাম ধর্ম ব্যবসায়ীরা, ফ্রান্সের পণ্য বয়কটের ডাক ধর্ম ব্যবসায়ীরাই দিয়েছে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী কারা? স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী রাজাকারের দল জায়ামাত শিবির হলো ধর্ম ব্যবসায়ীদের দল, তাদের সহযোগী হেফাজত, চরমোনাই, নেজামে ইসলামসহ আরও কিছু দোকানদার ধর্ম ব্যবসায়ী দল রয়েছে বাংলাদেশে। এসব ধর্ম ব্যবসায়ীদের প্রধান অস্ত্র পরনিন্দা চর্চা, ভিন্ন ধর্মের মানুষদের ভয়ভীতি প্রদর্শন, নারী অবমাননা আর সদ্য যুক্ত হওয়া বয়কট হ্যাশট্যাগ।

কথা হলো সেসব ধর্ম ব্যবসায়ীদের ডাকে সাড়া দিয়ে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সমর্থক এমন কেউ যখন পরনিন্দা চর্চা, ভিন্ন ধর্মের মানুষকে ভয়ভীতি প্রদর্শন, নারী অবমাননা ও বয়কট হ্যাশট্যাগে নিজেকে সংযুক্ত করে, তখন বুঝতে হবে এরা আওয়ামী লীগার নয়, এরা সরাসরি জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের অনুসারী। তাদের আচরণ বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। এরা আওয়ামী লীগার না, তাছাড়া ইসলাম ধর্মের মৌলবাদগিরি, উগ্রবাদ, জঙ্গিবাদ, ওয়াজ ব্যবসা প্রতিষ্ঠিত করতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়নি। ৩০ লাখ শহীদ রক্ত দেয়নি, আড়াই লাখ মা-বোন নিজের ইজ্জত বিলিয়ে দেয়নি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়