শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো ◈ ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস ◈ ওসমান হাদি সংকটাপন্ন, বাবার জন্য অবুঝ শিশুর আকুতি জাতীয় নিরাপত্তা প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিল ◈ তফসিল ঘোষণার পর বিএন‌পি ও জামায়াতসহ রাজনৈতিক দলগুলো কী অবস্থায় আছে?  ◈ নভেম্বর মাসে বিএনপি নেতার ওপর হামলার বিচার হলে হয়তো এ ঘটনা ঘটতো না: সালাউদ্দিন  ◈ আইসিইউতে হাদি, অপরদিকে নলছিটিতে তার বাড়িতে চুরি, তদন্তে পুলিশ ◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ০১:১২ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনের অন্য টানে ওঠে দাঁড়ান টান টান হয়ে 

নাদেরা সুলতানা নদী

নাদেরা সুলতানা নদী: মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই স্বতন্ত্র বৈশিষ্টের অধিকারী। আমাদের আনন্দ, বেদনা, রাগ, অভিমান প্রকাশ যেমন আলাদা ঠিক তেমনই কাছের মানুষ হিসেবে যে বা যারা আমাদের হয় হৃদয়ের খুব কাছাকাছি ঠিক সেই মানুষের সাথে শতভাগ মতের মিল না হলেও বলা যায় মোটা দাগের কাটাকাটি থাকে না বলেই হয়তো কাটানো যায় জীবনের আনন্দময় কিছু সময়। বা অনেক সময় কোনো কারণ ছাড়াই কেউ বসে যেতে পারে হৃদয়ের মণিকোঠায়। তার সবই লাগবে ভালো, হয়ে উঠবে মনের মতন। কখনও কখনও আমরা জেনেশুনে বা না বুঝে বিপরীত ধারার কোনো না কোনো মানুষকে আকৃষ্ট করতে চাই, কাছে পেতে চাই,  বিশেষ সম্পর্কে জড়াতে চাই মনের সব আকুতি নিয়ে। বলা যায় আমাদের মাঝে কেউ কেউ, কখনও কখনও মানুষ হিসেবে যা নই, বিশ্বাস করি না, জীবনের দর্শন বা আদর্শ নয় ক্ষণিকের জন্যে সেই মুখোশ পরে অন্যকে বিভ্রান্ত করি। অন্য পক্ষের সামনে ফুলিয়ে ফাঁপিয়ে, লুকিয়ে চাপিয়ে বা ছাপিয়ে নিজেকে ছদ্মবেশে তুলে ধরি এবং কেউ কেউ হয়তো জীবনের নানান চড়াই উৎরাই পার হতে হতে এমন ভারনারেবল একটা অবস্থায় থাকে যে, আসল মানুষ বা নকল মানুষ ধরতে পারার ক্ষমতাই আর রাখেনা। 

কেউ কেউ এমন অবস্থায় থাকে যে, জীবনে হয়তো শুধুই একটা হাতকে কিছু সময় ধরতে পারা একটা আপন মানুষ বা একটা নিবিড় আলিঙ্গনের জন্যে মরিয়া হতে হতে এমন ভুল মানুষের কাছেই হয়ে যায় সমর্পিত বা নিমঘ্ন হয়ে যায় ডুবে। এমন হয়, কেউ ভালোবেসে ভান করে জিজ্ঞেস করলেও মানুষটা মেল্ট হয়ে যায়, ভুলে যায় তার সামনের মানুষটা আসলেই মানুষ না মানুষরুপী ‘অসুর’। প্রচন্ড ঘোর নিয়ে চায় না পাওয়াগুলো ভুলে যেয়ে, চিরতরে চাপা দিয়ে কাটাবে কিছুটা বিভোর সময়, জীবন এবার হোক মুখর, ভালোবেসে আঁকড়ে ধরে চায় একটা জীবন। তবে সমস্যা হচ্ছে, খুব স্ট্রং পার্সোনালাটির কোন মানুষ সাময়িক বিভ্রান্ত হলেও নিজের সকল দর্শন বিসর্জন দিয়ে এমন কিছুতে আটকে কাটিয়ে দেবে লম্বা সময় সেও আল্টিমেটলি হবার নয়। বেশীর ভাগ সময় ঘোর যায় কেটে। কঠিন করে না বলে সহজ করে বলি। 

চলতে চলতে এমন অভিজ্ঞতা আমাদের অনেকের হয়ে যায়। কেউ কেউ তা কাটিয়ে আবার জীবনে ফিরি। কেউ কেউ পারেনা, নিজেকে অপরাধি করে রাখে লম্বা সময়, ডিপ্রেশনে কাটে নীল সময়, নিজেকে বারবার হয়তো প্রশ্ন করে কেন আমি এমন কারো সাথে নিজেকে জড়ালাম, কেন কেন? নেপথ্য সঙ্গীত হয়ে যায় ‘আমি মানুষ চেয়েই করেছিলাম ভুল, তুমি ছিলে রঙ করা পুতুল’। এমনটি যদি এই লেখা পড়ছেন এমন কারো সাথে হয়েই থাকে, ভুল মানুষে মিশে গিয়ে ভুল কিছু সময়। নিজেকে একদম ঝাঁকি দিয়ে বলুন, কাটানো সময়ের সুন্দর স্মৃতিগুলো থাকুক যতনেই, সেখানে কেউ ভুল ছিলেননা। কিন্তু এবার জীবনের গান বদলাতে হবে, গাইতে হবে গলা ছেঁড়ে, '‘আমি নই তার হাতের খেলনা’। জীবনের অন্য টানে ওঠে দাঁড়ান টান টান হয়ে, কত আয়োজন নিয়ে বসে আছে জীবন, আমরা কেউ জানি না। শোক হলে তা একটা সময় পর কাটিয়ে উঠুন, অপেক্ষা করুন অন্য সময়ের। কিচ্ছু জীবনে স্থায়ী না, এমনকি ভুল মানুষের দেওয়া বিচ্ছিরি অভিজ্ঞতা তো নয়ই। সুন্দর হোক জীবন, সবার জীবন হোক কাক্সিক্ষত ভালোবাসাময়, মায়াময়। একটাই তো জীবন । মেলবোর্ন, অস্ট্রেলিয়া। ২২ এপ্রিল ২০২১। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়