শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৪, ০১:৪৭ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৪, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার

মোশতাক আহমেদ শাওন : জেলার সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-  সাখাওয়াত হোসেন শওকত (৪২), মো. মাসুম (৩৫), মো. মাসুম ভুইয়া( মাছি) (৩৫), মো. সুজন (৩২), মো. রিদয় (২১), মো. ফরহাদ (২০),  সুমন (১৮), সুজন (২০) ও মোহাম্মদ অহিদ (৩৫)।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে কাটার, সুইস গিয়ার, চাপাতি, চাকু, সুতা লোহার রড ও লাঠি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নাসিক ৪নং ওয়ার্ডে শীতলক্ষ্যা নদীরপাড় সংলগ্ন বন্ধ থাকা জুট মিলের সামনে সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদে ভোররাত ৩টার দিকে উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান ও ইয়াউর রহমান ও (এএসআই) ইলিয়াস ও সৌমিত্র সঙ্গীয় ফোর্স নিয়ে ওইস্থানে অভিযান চালায়। এসময় ওই দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা কয়েকজন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে গেছেন। গ্রেপ্তারকৃত ৯ জনই ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়