শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৪, ১০:৪৫ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৪, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে নলকূপের পাইপে আটকে যুবকের মৃত্যু

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] নাচোল উপজেলায় পরিত্যাক্ত নলকূপের পাইপে আটকা পড়া মানসিক প্রতিবন্ধী রনি বর্মণ (২৩) পাঁচ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

[৩] শুক্রবার সকাল ১১টার থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছিল। বিকাল সোয়া ৪টার দিকে রনির নিথর দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের পূর্ব নিজামপুর-হিন্দু পাড়া গ্রামে। মৃত রনি বর্মণ একই গ্রামেরই চৈতন্য বর্মণের ছেলে।

[৪] স্থানীয়রা জানান, বিএমডিএর গভির নলকুপটি পানির স্তর নিচে নেমে যাওয়ায়, নতুন করে আরেকটি গভির নলকুপ কিছুদিন আগে বসানো হয়, ফলে আগেরটি পরিত্যাক্ত হয়ে পড়ে ছিলো। ওই পরিত্যাক্ত নলকুপের পাইপের মধ্যেই পড়ে যায় রনি বর্মন। নাচলের স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, রনি বর্মন একজন মানসিক প্রতিবন্ধী। প্রতিদিনের মতোই খেলতে এসে বিএমডিএর পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা পড়েছে। তাকে উদ্ধারে কাজ করেছে ফায়ার সার্ভিস।

[৫] নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান ও ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনতাজুল হক জানান, প্রায় ৫ ঘন্টাও বেশি সময়ের চেষ্টায় বিকাল সোয়া ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল ফায়ার সার্ভিসের কর্মীরা রনি বর্মনকে মৃত অবস্থায় উদ্ধার করে। মানসিক প্রতিবন্ধী যুবক রনি বর্মন গভির নলকুপের ওই এলাকায় ঘুরাঘুরি করত। সকালে পরিত্যাক্ত ১১০ ফুট গভীর নলকুপের পাইপের কাছে গেলে পড়ে যায়। এসময় মাঠের কয়েকজন কৃষক ওই নলকুপের কাছে পানি খাওয়ার জন্য এসেছিলো, তারা ছেলেটির কান্নার আওয়াজ শুনে সবাইকে জানায়, খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।

[৬] ওসি আরও জানান, এখন পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়