শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ বছর বয়সে নূর আহমেদ খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে

স্পোর্টস ডেস্ক : [২] এই বয়সেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন আফগানিস্তানের নূর আহমেদ। নতুন মৌসুমের জন্য বাঁহাতি এই স্পিনারকে চুক্তিবদ্ধ করেছে মেলবোর্ন রেনেডেগস।

[৩] দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার ইমরান তাহিরের সঙ্গেও চুক্তি করেছে মেলবোর্ন। কিন্তু তাকে বড় দিনের আগে পাওয়া যাচ্ছে না। এই সময়ে নূর তার অভাব পূরণ করবে বলে ধারণা করা হচ্ছে। - ক্রিকইনফো

[৪] এক বছর ধরে স্কাউটিং করার পরে বিগ ব্যাশের তারকা খচিত দল সই করাল আফগান প্রতিভা নূরকে। ২০০৫ সালে কাবুলে তার জন্ম। গোটা মৌসুমের জন্যই তাকে রেনেগ্রাডসে চুক্তিবদ্ধ করা হয়েছে। তাকে গাইড করার জন্য থাকবেন ইমরান তাহির।

[৫] ঘরোয়া ক্রিকেটে মাত্র একটা প্রথম শ্রেণির ম্যাচ এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নূর আহমদ। গত বছরেই মাত্র ১৪ বছর বয়সে যুব বিশ্বকাপে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

[৬] ৩ ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগ। নির্ধারিত সূচি থেকে এক সপ্তাহ পিছিয়ে শুরু হবে লিগ। টুর্নামেন্টের আগেই দলে যোগ দেবেন এই কিশোর মিস্ট্রি স্পিনার। রিস্ট স্পিনার নূরকে গত একবছর ধরেই নজরে রেখেছিল মেলবোর্নের এই ফ্র্যাঞ্চাইজি।

[৭] নুরকে পেয়ে উচ্ছ¡সিত রেনেগ্রাডস কোচ মাইকেল ক্লিনগার জানিয়েছেন, ও এমন একজন স্পিনার যাকে খুব বেশি ক্রিকেট মহল দেখেনি। এটাই আমাদের অ্যাডভান্টেজ হতে চলেছে। বিশ্বের কাছে পরিচিত হতে চায় নূরও। দুদিকেই বল ঘোরাতে পারে ও। ওকে পেয়ে আমার ভালো লাগছে। - ক্রিকবাজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়