স্পোর্টস ডেস্ক : [২] করোনা পরবর্তী ইংল্যান্ডের পর নিজ দেশে ক্রিকেট ফেরালো পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে জয় পেয়েছে পাকিস্তান। সফরকারী দলের টেলর দুর্দান্ত অর্ধশতক হাঁকালেও কাছাকাছি গিয়ে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। [ক্রিকবাজ]
[৩] ২৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। দলীয় ২৮ রানের মাথায় ব্রায়ান চারি ২ রানে ও অধিনায়ক চামু চিবাবা ফিরেন ১৩ রানে। এরপর ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর মিলে ৭১ রানের জুটি গড়লে ৬ চারে ৪১ রান করে আরভিন ফিরেন।
[৪] এরপর ৪ রান করে উইলিয়ামস ফিরলে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। উইসলি মাধভেরেকে নিয়ে ১১৯ রানের জুটি গড়েন টেলর। ৭ চারে ৬১ বলে ৫৫ রান করে মাধভেরে ফিরলে, আবারও যাওয়া আসা শুরু হয় সফরকারীদের। দলকে জেতাতে পারেননি শতক হাঁকানো টেলরও। ৩ ছক্কা ও ১১ চারে ১১৭ বলে ১১২ রান করেন তিনি।
[৫] পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন শাহিন আফ্রিদি। এছাড়া ৪ উইকেট নেন ওয়াহাব রিয়াজ এবং ১ উইকেট নেন ইমাদ ওয়াসিম।
[৬] এদিন টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৮৯ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। ইমাম-উল হক ৭৫ বলে ব্যক্তিগত ৫৮ রানে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে ফিরেন। সেই সাথে ৩০ বলে ২১ রান করে আউট হন আবিদ আলি। বেশি সময় দাঁড়াতে পারেনি বাবর আজম। ১৮ বলে খেলেন ১৯ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনিও।
[৭] এরপর জিম্বাবুয়ের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। তার মধ্যে ২ ছক্কা ও ৬ চারে ৮২ বলে ৭১ রানের ইনিংস খেলেন হারিস সোহেল। এছাড়া ফাহিম ২৩ ও রিজওয়ান করেন ১৪ রান। শেষ দিকে ২ ছক্কা ও ১ চারে ২৬ বলে ইমাদ ওয়াসিমের অপরাজিত ৩৪ রানের উপর ভর করে ৮ উইকেটের বিনিময়ে ২৮১ রান সংগ্রহ করে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ২৮১/৮(৫০)
সোহেল ৭১, ইমাম ৫৮
চিসোরো ২/৩১, মুজরাবানি ২/৩৯
জিম্বাবুয়ে ২৫৫/১০(৪৯.৪)
টেলর ১১২, মাধভেরে ৫৫
আফ্রিদি ৫/৪৯, রিয়াজ ৪/৪১
ফলাফল: ২৬ রানে জয়ী পাকিস্তান।
[ক্রিকইনফো]