শিরোনাম
◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন  ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের জন‌্য নিরাপত্তায় অস্ত্রধারী কমা‌ন্ডো ইউ‌নিট মোতা‌য়েন কর‌বে শ্রীলঙ্কা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেলরের দুর্দান্ত সেঞ্চুরির পরও ২৬ রানে জিতেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : [২] করোনা পরবর্তী ইংল্যান্ডের পর নিজ দেশে ক্রিকেট ফেরালো পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে জয় পেয়েছে পাকিস্তান। সফরকারী দলের টেলর দুর্দান্ত অর্ধশতক হাঁকালেও কাছাকাছি গিয়ে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। [ক্রিকবাজ]

[৩] ২৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। দলীয় ২৮ রানের মাথায় ব্রায়ান চারি ২ রানে ও অধিনায়ক চামু চিবাবা ফিরেন ১৩ রানে। এরপর ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর মিলে ৭১ রানের জুটি গড়লে ৬ চারে ৪১ রান করে আরভিন ফিরেন।

[৪] এরপর ৪ রান করে উইলিয়ামস ফিরলে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। উইসলি মাধভেরেকে নিয়ে ১১৯ রানের জুটি গড়েন টেলর। ৭ চারে ৬১ বলে ৫৫ রান করে মাধভেরে ফিরলে, আবারও যাওয়া আসা শুরু হয় সফরকারীদের। দলকে জেতাতে পারেননি শতক হাঁকানো টেলরও। ৩ ছক্কা ও ১১ চারে ১১৭ বলে ১১২ রান করেন তিনি।

[৫] পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন শাহিন আফ্রিদি। এছাড়া ৪ উইকেট নেন ওয়াহাব রিয়াজ এবং ১ উইকেট নেন ইমাদ ওয়াসিম।

[৬] এদিন টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৮৯ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। ইমাম-উল হক ৭৫ বলে ব্যক্তিগত ৫৮ রানে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে ফিরেন। সেই সাথে ৩০ বলে ২১ রান করে আউট হন আবিদ আলি। বেশি সময় দাঁড়াতে পারেনি বাবর আজম। ১৮ বলে খেলেন ১৯ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনিও।

[৭] এরপর জিম্বাবুয়ের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। তার মধ্যে ২ ছক্কা ও ৬ চারে ৮২ বলে ৭১ রানের ইনিংস খেলেন হারিস সোহেল। এছাড়া ফাহিম ২৩ ও রিজওয়ান করেন ১৪ রান। শেষ দিকে ২ ছক্কা ও ১ চারে ২৬ বলে ইমাদ ওয়াসিমের অপরাজিত ৩৪ রানের উপর ভর করে ৮ উইকেটের বিনিময়ে ২৮১ রান সংগ্রহ করে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ২৮১/৮(৫০)
সোহেল ৭১, ইমাম ৫৮
চিসোরো ২/৩১, মুজরাবানি ২/৩৯

জিম্বাবুয়ে ২৫৫/১০(৪৯.৪)
টেলর ১১২, মাধভেরে ৫৫
আফ্রিদি ৫/৪৯, রিয়াজ ৪/৪১

ফলাফল: ২৬ রানে জয়ী পাকিস্তান।

[ক্রিকইনফো]

  • সর্বশেষ
  • জনপ্রিয়