শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেলরের দুর্দান্ত সেঞ্চুরির পরও ২৬ রানে জিতেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : [২] করোনা পরবর্তী ইংল্যান্ডের পর নিজ দেশে ক্রিকেট ফেরালো পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে জয় পেয়েছে পাকিস্তান। সফরকারী দলের টেলর দুর্দান্ত অর্ধশতক হাঁকালেও কাছাকাছি গিয়ে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। [ক্রিকবাজ]

[৩] ২৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। দলীয় ২৮ রানের মাথায় ব্রায়ান চারি ২ রানে ও অধিনায়ক চামু চিবাবা ফিরেন ১৩ রানে। এরপর ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর মিলে ৭১ রানের জুটি গড়লে ৬ চারে ৪১ রান করে আরভিন ফিরেন।

[৪] এরপর ৪ রান করে উইলিয়ামস ফিরলে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। উইসলি মাধভেরেকে নিয়ে ১১৯ রানের জুটি গড়েন টেলর। ৭ চারে ৬১ বলে ৫৫ রান করে মাধভেরে ফিরলে, আবারও যাওয়া আসা শুরু হয় সফরকারীদের। দলকে জেতাতে পারেননি শতক হাঁকানো টেলরও। ৩ ছক্কা ও ১১ চারে ১১৭ বলে ১১২ রান করেন তিনি।

[৫] পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন শাহিন আফ্রিদি। এছাড়া ৪ উইকেট নেন ওয়াহাব রিয়াজ এবং ১ উইকেট নেন ইমাদ ওয়াসিম।

[৬] এদিন টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৮৯ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। ইমাম-উল হক ৭৫ বলে ব্যক্তিগত ৫৮ রানে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে ফিরেন। সেই সাথে ৩০ বলে ২১ রান করে আউট হন আবিদ আলি। বেশি সময় দাঁড়াতে পারেনি বাবর আজম। ১৮ বলে খেলেন ১৯ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনিও।

[৭] এরপর জিম্বাবুয়ের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। তার মধ্যে ২ ছক্কা ও ৬ চারে ৮২ বলে ৭১ রানের ইনিংস খেলেন হারিস সোহেল। এছাড়া ফাহিম ২৩ ও রিজওয়ান করেন ১৪ রান। শেষ দিকে ২ ছক্কা ও ১ চারে ২৬ বলে ইমাদ ওয়াসিমের অপরাজিত ৩৪ রানের উপর ভর করে ৮ উইকেটের বিনিময়ে ২৮১ রান সংগ্রহ করে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ২৮১/৮(৫০)
সোহেল ৭১, ইমাম ৫৮
চিসোরো ২/৩১, মুজরাবানি ২/৩৯

জিম্বাবুয়ে ২৫৫/১০(৪৯.৪)
টেলর ১১২, মাধভেরে ৫৫
আফ্রিদি ৫/৪৯, রিয়াজ ৪/৪১

ফলাফল: ২৬ রানে জয়ী পাকিস্তান।

[ক্রিকইনফো]

  • সর্বশেষ
  • জনপ্রিয়