শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এল ক্লাসিকোয় বার্সেলোনার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক : [২] মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল কোচ জিনেদিন জিদানের কাছে বার্সা কোচ কোমানের হার, অধিনায়ক সার্জিও রামোসের কাছে অধিনায় লিওনেল মেসির হার, সর্বোপরি লা লিগার বর্তমান চ্যাম্পিয়র রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনার হার।

[৩] বিগত খেলার ব্যর্থতার রেশ কাটাতে এল ক্লাসিকোই সঠিক মঞ্চ, কোচের এই দেখানো পথে আলো ছড়ালেন সার্জিও রামোস ও তার সতীর্থরা। ম্যাচের শুরুতেই তাদের আঘাতের পাল্টা জবাব অবশ্য দিয়েছিল বার্সেলোনা ঠিকই, কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি কাতালান ক্লাবটি। প্রতিপক্ষের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরলো জিনেদিন জিদানের দল।

[৪] ক্যাম্প ন্যুয়ে শনিবার মৌসুমের প্রথম ক্লাসিকোয় ৩-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। ফেদে ভালভেরদের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আনসু ফাতি। বিরতির পর রিয়ালের অন্য দুটি গোল করেন সার্জিও রামোস ও বদলি খেলোয়াড় লুকা মদ্রিচ।

[৫] এই ম্যাচের আগে কাদিস ও শাখতারের বিপক্ষে রিয়ালের পরাজয়ের সেই হতাশা ঝেড়ে ফেলে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় তারা। ডান দিক থেকে বেনজেমার বুদ্ধিদীপ্ত পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ভালভেরদে।

[৬] রিয়ালের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য স্থায়ী হয়নি। তিন মিনিটি পরই পাল্টা জবাব বার্সেলোনার এবং গোলদাতা সময়ের সেনসেশন ফাতি। বার্সেলোনার জার্সিতে ১৭ বছর বয়সী ফরোয়ার্ডের এটি ত্রয়োদশ গোল, এবারের লিগে চতুর্থ। আর ক্লাসিকোয় কাতালান ক্লাবটির এটি ৪০০তম গোল।

[৭] আক্রমণ-পাল্টা আক্রমণে রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে পরপর দুই মিনিটে উভয় পক্ষ দারুণ দুটি সুযোগ হারায়। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ ফাতির কোনাকুনি শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হাফ ছেড়ে বাঁচে রিয়াল। দুই মিনিট পর তার ক্রস ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট হেড করেন ফিলিপে কৌতিনিয়ো। ৬৩তম মিনিটে রামোসের সফল স্পট কিকে আবারও এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। ডি-বক্সে বার্সেলোনা ডিফেন্ডার লংলে রিয়াল অধিনায়কের জার্সি টেনে ধরলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

[৮] শেষ দিকে এক মিনিটের মধ্যে ব্যবধান বাড়ানোর দারুণ তিনটি সুযোগ নষ্ট হয় রিয়ালের। খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে রিয়ালের পক্ষে বার্সার কফিনে শেষ পেরেকটি মারেন লুকা মদ্রিস। - মার্কা/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়