শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজহার আলী টেস্ট অধিনায়কত্ব হারাচ্ছেন!

স্পোর্টস ডেস্ক: [২] আজহার আলী পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন। পিসিবির শীর্ষ কর্তারা এমনই ইঙ্গিত দিয়েছেন। দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, আজহারের পারফরম্যান্স রিভিউয়ের পর নেতৃত্বে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

[৩] গত বছরের অক্টোবরে সরফরাজ আহমেদের বিদায়ের পর টেস্ট দলের নেতৃত্ব ভার আসে আজহারের কাঁধে। তবে অধিনায়কের দায়িত্ব নিয়ে বোর্ডকে সন্তুষ্ট করতে পারেননি তিনি। বিশেষ করে ইংল্যান্ড সফরে দীর্ঘ দশ বছরের সিরিজে অপরাজিত থাকার রেকর্ড ধূলিস্যাৎ হয় আজহারের নেতৃত্বকালে। প্রথম টেস্টে আজহারের রক্ষণাত্মক মানসিকতাও চোখে লেগেছে বোর্ডের। ওই ম্যাচে জেতার অবস্থানে থেকেও হেরে যায় পাকিস্তান। আর সিরিজ হারে ১-০ ব্যবধানে।

[৪] এদিকে পিসিবি আরও আগে থেকেই আজহারের উপর অসন্তুষ্ট থাকলেও প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থন থাকায় অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে পারছিল না আজহারকে। কিন্তু মিসবাহকে সম্প্রতি প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগে চাপ দিয়ে সফল হওয়াতে আজহারের বিষয়টি নিয়েও আশাবাদী পিসিবি।

[৫] আজহারের নেতৃত্ব ছাড়াও কিছুদিন আগে ডিপার্টমেন্টাল ক্রিকেট নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের বাসবভনে গোপনে দেখা করতে যাওয়ায় এই ক্রিকেটারের প্রতি নাখোশ ছিল দেশটির ক্রিকেট বোর্ড। বোর্ডকে না জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর বাসায় চলে যাওয়ায় ক্ষেপেছিলেন পিসিবির উর্ধ্বতন কর্তারা। - নিউজ ইন্টারন্যাশনাল/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়