শিরোনাম
◈ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের ৮ মু‌ক্তি‌যোদ্ধা ও ২ সামরিক অ‌ফিসারসহ ২০ জ‌নের প্রতিনিধি দল ◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল ◈ দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির আছে—তারেক রহমান ◈ মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: পরিচয় মেলেনি গৃহকর্মী আয়েশা’র ◈ জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন, বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আত্মসাত করা দোকানের ৯ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

সুজন কৈরী : [২] পুরান ঢাকার একটি পাঞ্জাবীর দোকানের টাকা আত্মসাতের ঘটনায় রিপন প্রধান (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁও কুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার কোতয়ালী থানা পুলিশ।

[৩] পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর কোতোয়ালীর শরীফ মার্কেটের পাঞ্জাবীর দোকানের ম্যানেজার এক ব্যাংক থেকে উত্তোলন করে অপর একটি অ্যাকাউন্টে জমা দিতে কর্মচারী আবু হানিফকে ১০ লাখ টাকার চেক দেন। হানিফ চেক নিয়ে ইসলামি ব্যাংকের ওয়াইজ ঘাট শাখা থেকে টাকা তুলে অন্য একটি অ্যাকাউন্টে জমা দেয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু চেক দিয়ে ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে অন্য অ্যাকাউন্টে জমা না করে আত্মসাতের উদ্দেশ্যে টাকা নিয়ে পালিয়ে যান। ওই ঘটনায় ২ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা হয়। মামলাটি তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা জানতে পারেন, হানিফ টাকাগুলো রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় তার বোনের বাসায় নিয়ে লুকিয়ে রেখেছে।

[৪] থানা পুলিশ সূত্র আরও জানায়, মঙ্গলবার হানিফের ভগ্নিপতি রিপনের বাসায় অভিযান চালিয়ে আত্মসাৎকৃত টাকার মধ্যে ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয় টাকা আত্মসাতে সহায়তাকারী রিপনকে। মূল আসামী হানিফ পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়