শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সঙ্গে সিরিজ আয়োজনে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : [২] দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজন করতে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা দলের প্রধান কোচ মিকি আর্থার। যদিও স্থগিত হওয়া সিরিজগুলো নিয়ে এখনও কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

[৩] দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের মার্চে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ইংল্যান্ড। করোনা পরিস্থিতির কারণে সিরিজটি স্থগিত করে দেশে ফিরে যায় ইংল্যান্ড। আগামী বছরের জানুয়ারি এই স্থগিত সিরিজটি আয়োজনের আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা।

[৪] শ্রীলঙ্কা যেকোনো বহিরাগতর জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। এই বাধ্যবাধকতার কারণে কদিন আগেই লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৫] ইংল্যান্ডও কোয়ারেন্টাইনের সময়সীমা নিয়ে আপত্তি জানাতে পারে। দুই সপ্তাহের পৃথক কোয়ারেন্টাইনের সঙ্গে অনুশীলন সুবিধা দিতে পারে লঙ্কান ক্রিকেট বোর্ড। তাদের অনুশীলন ভেন্যু হিসেবে বিবেচনা করা হতে পারে ডাম্বুলাকে।

[৬] ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্য নিয়ে আর্থার বলেন, 'আমরা ক্রিকেট ফেরাতে চাই এবং অন্যথায় আমাদের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে সব বন্ধ রাখতে হবে। আমি বেশ ইতিবাচক। আমি আশাবাদী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা এবং এরপর ইংল্যান্ড সিরিজ দিয়ে ২০২১ সালে ব্যস্ত সূচি শুরু করবো।

[৭] লঙ্কান ক্রিকেট বোর্ড মাঠে ক্রিকেট ফেরাতে কঠোর পরিশ্রম করছে বলে জানিয়েছেন আর্থার। তিনি বলেন, 'শ্রীলঙ্কা খেলা ফেরাতে তাদের দৌড়ঝাঁপ শুরু করেছে। প্রধান নির্বাহী থেকে প্রেসিডেন্ট সবাই খেলা ফেরানোর জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়