শিরোনাম
◈ রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে প্রস্তাব ইইউ ও ওআই‌সির, বাংলাদেশ বললো এত শরণার্থীর বোঝা আর নেওয়া যাচ্ছে না ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের আরও একটি চমক, মেন্টর হলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ সকালে পাকিস্তানও কেঁপেছে ৫.২ মাত্রার ভূমিকম্পে ◈ ভূমিকম্পে ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে নিহত অন্তত ৩ ◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নূরী জাহানারা: পুরুষদের নারীকে হিংসা করার অবাধ লাইসেন্স কে দিয়েছে?

নূরী জাহানারা: পুরুষদের নারীকে হিংসা করার অবাধ লাইসেন্স কে দিয়েছে? দিয়েছে রাষ্ট্র, সমাজ, ধর্ম, পরিবার ও পিতৃতন্ত্র নামক সিস্টেম। মানবতাবোধকে ধারণ করার অর্থ আমাদের সাথী মানুষকে গণ্য করা, তার বাঁচার ও উন্নয়নের সুযোগ পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হওয়া। এর উল্টোটা যারা করে তারা কোনো না কোনো ধর্মে ধার্মিক এবং সব ধর্মই আমি সেরা এই মতবাদে বিশ্বাসী। তার অনুসারীদের এই সেরা প্রতিষ্ঠার কমপিটিশনে অন্যকে হত্যা করারও আদেশ দিতে অনেক ধর্ম পিছ পা নয়। এসব লিখিত তথ্য, তা স্বত্ত্বেও মুসলমান কেন এসব অস্বীকার করে? মডরেট বলতে কোনো মুসলমান হয় কি করে যে শরিয়া অনুযায়ী পরিবার চালাতে বলে? যে নারীর যাতায়াত, সিদ্ধান্তগ্রহণ, শিক্ষা ও কাজ এবং যৌন জীবনের স্বাধীনতাকে কুক্ষিগত করে রাখতে চায়?

নারীর ওপর চলে আসা সব অত্যাচার, অন্যায় নির্যাতন, নিপীড়ন ও হত্যাকান্ডের মূল মেসেজ হলো, নারীদের পুরুষের হাতের পুতুল হয়ে থাকতে হবে। তাদের কোনো স্বাধীন ইচ্ছা থাকতে পারবে না। যতো ব্যক্তি নারী এ সবের বাইরে যেতে চাইছে ততোই সমাজে যারা দুর্বল, দরিদ্র, রাজনৈতিক ক্ষমতাহীন ও অন্যধর্মাবলম্বী, তাদের নারীরা পুরুষদের হিংসার শিকার হচ্ছে। আইন সাধারণ মানুষের পক্ষে নাই। রাজনীতি অর্থ ও ক্ষমতার কাছে বিক্রিত এবং পুরুষদের নারীর বিরুদ্ধে হিংসা ব্যবহারের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। আইন করে করা হয়েছে এটা। দলীয় নীতির নামে করা হয়েছে এটা। সমাজের নামে, পরিবারের সুনামের নামে করা হয়েছে এসব। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়