সিরাজদিখান প্রতিনিধি:[২] জেলায় র্যাবের অভিযানে মোঃ জাকির হোসেন (৩১) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১।
[৩] রোববার বিকাল সাড়ে ৩টায় উপজেলার সিরাজদিখান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
[৪] মাদক ব্যবসায়ী জাকির উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের মোঃ মকবুল শেখের ছেলে। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
[৫] র্যাব এক বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী জেলা পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান বাজারস্থ মাছ বাজারের পশ্চিম সাইডের রাস্তার উপর থেকে জাকিরকে ২০০ পিস ইয়াবা ও ব্যবহীত ১টি মোবাইলসহ গ্রেফতার করা হয়।
[৬] মাদক ব্যবসায়ী জাকিরের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । সম্পাদনা: জেরিন আহমেদ