নূর মোহাম্মদ: [২] নয় বছর আগে বাংলাদেশি ২ নাগরিককে হয়রানির অভিযোগে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। এ বিষয়ে জারি করা রুল আংশিক মঞ্জুর করে বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ এ রায় দেন ।
[৩] রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বাংলাদেশি নাগরিক তানজিন বৃষ্টি ও নাহিদ সুলতানা যুথী ২০১১ সালের ২৮ জুন আবুধাবি এয়ারপোর্টে হয়রানির শিকার হন। ওই ঘটনায় রিট দায়ের করলে সে সময় রুল জারি করেন হাইকোর্ট। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।