শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বল্পতম সময়ে বিজেএসসির যোগ্য প্রার্থী নিয়োগের পদক্ষেপ নিন: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট: যোগ্য প্রার্থী বাছাই এবং স্বল্পতম সময়ে তাদের নিয়োগ প্রদানের পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) সদস্যদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রারম্ভিক পর্যায়ের সকল পদে নিয়োগ পরীক্ষা সম্ভব স্বল্পতম সময়ে অনুষ্ঠিত হতে হবে এবং এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করতে হবে।”

বিজেএসসি চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯ পেশকালে তিনি এই নির্দেশ দেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সহিদুল করিম।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বৈঠকের পর বাসসকে বলেন, “সাক্ষাৎকালে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতিনিধিদল কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

করোনার কারণে প্রার্থী বাছাই কার্যক্রম বিঘ্নিত হলেও ভবিষ্যতে স্বল্পতম সময়ে বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে বলে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, “বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং সঠিক সময়ে বিচার সম্পন্ন করতে নিম্ন আদালতে বিচারক নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ।”

রাষ্ট্রপ্রধান জুডিশিয়াল সার্ভিস কমিশনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়