শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বল্পতম সময়ে বিজেএসসির যোগ্য প্রার্থী নিয়োগের পদক্ষেপ নিন: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট: যোগ্য প্রার্থী বাছাই এবং স্বল্পতম সময়ে তাদের নিয়োগ প্রদানের পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) সদস্যদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রারম্ভিক পর্যায়ের সকল পদে নিয়োগ পরীক্ষা সম্ভব স্বল্পতম সময়ে অনুষ্ঠিত হতে হবে এবং এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করতে হবে।”

বিজেএসসি চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯ পেশকালে তিনি এই নির্দেশ দেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সহিদুল করিম।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বৈঠকের পর বাসসকে বলেন, “সাক্ষাৎকালে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতিনিধিদল কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

করোনার কারণে প্রার্থী বাছাই কার্যক্রম বিঘ্নিত হলেও ভবিষ্যতে স্বল্পতম সময়ে বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে বলে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, “বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং সঠিক সময়ে বিচার সম্পন্ন করতে নিম্ন আদালতে বিচারক নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ।”

রাষ্ট্রপ্রধান জুডিশিয়াল সার্ভিস কমিশনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়