স্পোর্টস ডেস্ক : [২] ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।
[৩] তিনি রাশিয়ার কারেন কাচানোভকে হারিয়েছেন। সোমবার (৫ অক্টোবর) প্যারিসের রোলাঁ গারোঁয় ১৫তম বাছাই কাচানোভের বিপক্ষে ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে জয় তুলে নেন ১৭ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী জকোভিচ। এ নিয়ে রেকর্ড টানা ১১ বার ফরাসি ওপেনের শেষ আটে উঠলেন জকোভিচ।
[৪] আসরে এখনো কোনো সেট না হারা ৩৩ বছর বয়সী তারকা শেষ আটে খেলবেন স্পেনের পাবলো কারেনো বুস্তা ও জার্মানির ডানিয়েল আল্টমায়ারের মধ্যে জয়ীর বিপক্ষে। এদিকে ফরাসি ওপেনে প্রথমার কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন গ্রিসের স্তেফানোস সিৎসিপাস। তিনি ৬-৩, ৭-৬ (১১-৯), ৬-২ গেমে হারিয়েছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে।
[৫] ২২ বছর বয়সী সিৎসিপাস শেষ আটে রাশিয়ার আন্দ্রে রুবলেভের মুখোমুখি হবেন। - ডব্লিউ টি এফ ওয়েবসাইট