শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমের ওষুধ দিয়ে ১৫ দিন ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক আটক

পূর্বপশ্চিম: নারায়ণগঞ্জের ঘুমের ওষুধ খাইয়ে গত ১৫ দিন ধরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের নাম শহিদুল্লাহর (৪৫)। তিনি ওই মাদ্রাসা ছাত্রকে পড়াতেন। এ ঘটনায় ৪ অক্টোবর, রবিবার ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকার একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে আরো এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছিল। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম এই তথ্য নিশ্চিত করেন।

ওই ছাত্রের পরিবার জানায়, গতকাল রবিবার ওই ছাত্র পালিয়ে তার বাড়িতে চলে যায়। পরে তার কাছ থেকে ঘটনা জানতে পারেন তারা।

এ বিষয়ে ভুক্তভোগী ওই ছাত্র জানায়, গত ১৫ দিন ধরে ঘুমের ওষুধ খাইয়ে মাদ্রাসার শিক্ষক শহিদুল্লাহ তাকে বলাৎকার করেছে। ব্যথা কমাতে তাকে ওষুধও খাওয়ান তিনি। তাকে বিভিন্নরকম ভয়-ভীতিও দেখাতেন ওই শিক্ষক।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, এর আগেও এক ছাত্রকে বলাৎকার করেছিলেন ওই শিক্ষক। তবে ওই সময় বিষয়টি মাদ্রাসা প্রধানের সহায়তায় ধামাচাপা দেয়া হয়।

এ বিষয়ে থানার এসআই ফয়সাল আলম জানান, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করে থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়