শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে ‘অস্ত্র কেনাবেচার সময়’ আটক সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি

তন্ময় আলমগীর: [২] কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিদেশি রিভলবারসহ মো. ফখরুল আলম মুক্তার (৩৩) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। তাড়াইল বাজার এলাকা থেকে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে আটক করা হয়।

[৩] র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান জানান, তাড়াইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র কেনাবেচা করার সময় হাতেনাতে মো. ফখরুল আলম মুক্তারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

[৪] তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী জানিয়েছেন, মুক্তার কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

[৫] আটক মুক্তার তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আজিজুল হক ভূঞা মোতাহারের ছেলে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান।

[৬] এছাড়া র‍্যাব জানায়, এর আগে ২০১৯ সালের ১৮ এপ্রিল রাতে ৪৭০টি ইয়াবাসহ মুক্তারকে আটক করেছিল র‍্যাব। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মুক্তার। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়