শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে ‘অস্ত্র কেনাবেচার সময়’ আটক সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি

তন্ময় আলমগীর: [২] কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিদেশি রিভলবারসহ মো. ফখরুল আলম মুক্তার (৩৩) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। তাড়াইল বাজার এলাকা থেকে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে আটক করা হয়।

[৩] র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান জানান, তাড়াইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র কেনাবেচা করার সময় হাতেনাতে মো. ফখরুল আলম মুক্তারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

[৪] তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী জানিয়েছেন, মুক্তার কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

[৫] আটক মুক্তার তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আজিজুল হক ভূঞা মোতাহারের ছেলে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান।

[৬] এছাড়া র‍্যাব জানায়, এর আগে ২০১৯ সালের ১৮ এপ্রিল রাতে ৪৭০টি ইয়াবাসহ মুক্তারকে আটক করেছিল র‍্যাব। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মুক্তার। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়