শিরোনাম
◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের ◈ নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল  ‘ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে ’ অভিযোগ  বিএনপির

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে কোভিডে কলেজ শিক্ষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: [২] কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক নুরুল আলম জিকু (৫২) করোনাভাইরাসে মারা গেছেন।

[৩] রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আব্দুর রহমান চৌধুরী অধ্যাপক জিকুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

[৪] জিকু জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেদা কচ্ছপিয়া স্কুলপাড়ার বাসিন্দা মরহুম নজু মিয়ার ছেলে। তিনি উপজেলার ডুলাহাজারা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।

[৫] সোমবার (৫ অক্টোবর) জোহরের নামাজের পর দক্ষিণ মেদাকচ্ছপিয়া স্কুলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

[৬] জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার মোহাম্মদ শাহীন আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৭] জিকুর ছোট ভাই ডা. নুরুল হুদা জানান, করোনার উপসর্গ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করানো হয়। গত ৩০ সেপ্টেম্বর তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়