শিরোনাম
◈ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে কোভিডে কলেজ শিক্ষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: [২] কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক নুরুল আলম জিকু (৫২) করোনাভাইরাসে মারা গেছেন।

[৩] রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আব্দুর রহমান চৌধুরী অধ্যাপক জিকুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

[৪] জিকু জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেদা কচ্ছপিয়া স্কুলপাড়ার বাসিন্দা মরহুম নজু মিয়ার ছেলে। তিনি উপজেলার ডুলাহাজারা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।

[৫] সোমবার (৫ অক্টোবর) জোহরের নামাজের পর দক্ষিণ মেদাকচ্ছপিয়া স্কুলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

[৬] জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার মোহাম্মদ শাহীন আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৭] জিকুর ছোট ভাই ডা. নুরুল হুদা জানান, করোনার উপসর্গ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করানো হয়। গত ৩০ সেপ্টেম্বর তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়