রাহুল রাজ: [২] ২০ তম ওভারে ২১ রানে উঠলে দলীয় স্কোর ২০০ পার হয়। কুইন্টন ডি কক (৬৭) ঈশান কিশান (৩১) রানে ভর করে মুম্বাইয়ের সংগ্রহ ৫ উইকেটে ২০৮ রান। হায়দ্রাবাদের পক্ষে সন্দীপ শর্মা ও সিদ্ধার্থ কৌল ২ উইকেট তুলে নেয়।
[৩] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ তম আসরের ১৭ তম ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবার্দ ও মুম্বাই ইন্ডিয়ান্স। ইতোমধ্যেই টস ভাগ্যে হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নারকে হারিয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ৪ অক্টোবর দিনের প্রথম ম্যাচটি মাঠে গড়ায় বাংলাদেশ সময় বিকেল ৪ টায়।
[৪] দুই দলই তাদের প্রথম চারটি ম্যাচে দুটিতে জয় পেয়েছে। আজ জিতে গ্রুপ টেবিলে আরও উপরে উঠতে মরিয়া দুই দল। আইপিএলে দু’টি দল এ পর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। দুই দলই ৭ বার করে জিতেছে।
দুই দলের একাদশ:
সানরাইজার্স হায়দ্রাবাদ :
ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গার্গ, অভিষেক শর্মা, আবদুল সামাদ, রশিদ খান, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা, টি নাটারাজন।
মুম্বাই ইন্ডিয়ান্স:
রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, কায়রন পোলার্ড, হার্দিক পান্ড্য, ক্রুনাল পান্ড্য, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।