মহসীন কবির : [২] ভারতে কোভিডে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৭১ জন । মোট শনাক্ত হয়েছেন ৬৪ লাখ ৭১ হাজার। কোভিড আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এরই মধ্যে ৬৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ভারতে কোভিডে এখন পর্যন্ত মোট মারা গেছেন এক লাখ ৮৭৫ জন। এনডিটিভি
[৩] এদিকে, ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে আট শতাধিক মানুষ মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়ালো দুই লাখ ১৩ হাজার। মোট শনাক্ত প্রায় ৭৫ লাখ।
[৪] ব্রাজিলেও নতুন করে ৩৩ হাজার করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত দাঁড়িয়েছে প্রায় ৪৯ লাখ। ফ্রান্সে নতুন করে ১২ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। পোল্যান্ডে প্রথমবারের মতো একদিনে দুই হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। এছাড়া স্পেনের রাজধানী মাদ্রিদে আংশিক লকডাউন দেয়া হয়েছে।
[৫] করোনায় বিশ্বে এ পর্যন্ত শনাক্ত তিন কোটি ৪৮ লাখের বেশি। মারা গেছে ১০ লাখ ৩৩ হাজার। আর সুস্থ হয়েছে আড়াই কোটির বেশি মানুষ।