শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রচন্ড ঠান্ডায় বিপুল বাংলাদেশিসহ ছয় শতাধিক অভিবাসনপ্রত্যাশী আশ্রয় নিয়েছেন বসনিয়া ও স্লোভেনিয়ার জঙ্গলে

সিরাজুল ইসলাম: [২] মানব পাচারকারীরা তাদের বিভিন্নভাবে ক্রোয়েশিয়া হয়ে বসনিয়া বা স্লোভেনিয়ায় নিয়ে যায়। সেখান থেকে অ্যাড্রিয়াটিক সাগর পাড়ি দিয়ে ইতালিসহ ইউরোপের দেশগুলোতে পাঠাতে তাদের জড়ো করা হয়েছে। রয়টার্স, এপি

[৩] মঙ্গলবার অবৈধভাবে ইউরোপে যাত্রার সময় স্লোভেনিয়ায় ১১ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক করা হয়েছে। রোববার আটক করা ১৪৪ জন।

[৪] এপ্রিল থেকে বসনিয়ায় অভিবাসীদের জন্য অন্তত সাতটি শিবির পরিচালনা করে আসছিলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। কর্তৃপক্ষ শিবিরগুলো উঠিয়ে দিয়েছে। দুই সপ্তাহ ধরে ওই সব শিবিরের লোকজন ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী ভেলিকা ক্লাদুসা শহরের কাছের বন ও পরিত্যক্ত কারখানায় আশ্রয় নিয়েছেন। অনেকে রাস্তার পাশে ছাপরা তুলে অবস্থান করছেন। তারা ইতালি পাড়ি দেয়ার অপেক্ষায় আছেন। সেখানে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান, মরক্কো ও আলজেরিয়ার নাগরিক রয়েছেন।

[৫] হাড়কাঁপানো শীতে লোকজন আগুন জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন। তারা জঙ্গলে ঘোরাঘুরি করছেন, নামাজ পড়ছেন, পরিত্যক্ত কারখানায় রান্না করছেন। সীমান্তবর্তী সড়ক ধরে ক্রোয়েশিয়ার পথে যাত্রা করেছেন সারি সারি লোক। ২৫টি ছবির সবটিতেই বাংলাদেশিদের মুখ দেখা গেছে।

[৬] বাংলাদেশি মোহাম্মদ আবুল বলেন, তাদের থাকার ঘর নেই, পানি নেই, টয়লেট নেই, চিকিৎসার ব্যবস্থা নেই। তাদের ৫০০ জনকে বিহাক ও ভেলিকা ক্লাদুসা শহরের শিবির থেকে বের করে দেয়া হয়েছে। জঙ্গলে আশ্রয় নেয়া ছাড়া উপায় ছিলো না।

[৭] বসনিয়ার সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা আজুর স্লিভিচ বলেন, সার্বিয়া থেকে রাবারের নৌকায় চড়ে দ্রিনা নদী পেরিয়ে অভিবাসীরা বসনিয়ায় পৌঁছান। নদীটি তীব্র খরস্রোতা আর উত্তাল। প্রায়ই নৌকাডুবিতে অনেক মানুষ মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়