স্পোর্টস ডেস্ক : [২] ইনজুরির কারণে পেসার হ্যারি গার্নি। তার পরিবর্তে মোস্তাফিজকে দলে নেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত আমেরিকার পেসার আলি খানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স(কেকেআর)।
[৩] গার্নির পরিবর্তে মোস্তাফিজকে দলে নিতে প্রস্তাব দিয়েছিল কেকেআর। কিন্তু সামনে শ্রীলঙ্কা সিরিজ থাকাতে মোস্তাফিজকে খেলতে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। যেকারণে বিকল্প খুঁজতে থাকে শাহরুখের দল।
[৪] শেষ পর্যন্ত আজ এক প্রেস বিজ্ঞপ্তি আমেরিকার পেসার আলি খানকে দলে নেওয়ার কথা জানিয়েছে কেকেআর। ফলে প্রথম আমেরিকান ক্রিকেটার হিসেবে আইপিএলে ডাক পেলেন আলি খান।
[৫] ২৯ বছর বয়সী পেসার আলী খান টি-২০ ক্রিকেটে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেই সবার চাহিদায় থাকেন। ১৪০+ গতিতে বল করার সক্ষমতা আর ডেথ ওভারে নিখুত লাইন লেন্থে ব্যাটসম্যানকে পরাস্ত করতে সক্ষম হওয়ার কারণেই তাকে দলে নিয়েছে কেকেআর।
[৬] আলি খান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিয়মিত মুখ। সিপিএলে শাহরুখের দল ত্রিণবাগো নাইট রাইডার্সের হয়ে এবারের আসরে খেলেছেন তিনি। বল হাতে দলকে শিরোপা জেতাতে দারুণ ভুমিকা রেখেছেন এই পেসার। ৮ ম্যাচ খেলে ৮ উইকেট এবার শিকার করেন তিনি। এমন পারফরম্যান্সের কারণেই তাকে শাহরুখ ডেকে পাঠায় আইপিএলেও খেলতে।
- আইপিএল নিউজ