২০২৫ সাল শেষ হতে এখনও দুই মাসেরও বেশি সময় বাকি। তবে সরকারি চাকরিজীবীদের জন্য বছরের শেষ দিকে অপেক্ষা করছে টানা তিন দিনের ছুটি। এর সাথে আগে পরে যে কোনো একদিন ছুটি নিলেই টানা ৪ দিন ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। তবে নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই। ডিসেম্বরে রয়েছে দুটি সাধারণ ছুটি, যার একটি বৃহস্পতিবার পড়ায় শুক্র ও শনি মিলে আসছে টানা অবকাশের সুযোগ।
চলতি বছরের শেষ দুটি ছুটি হলো—
১৬ ডিসেম্বর (মঙ্গলবার): বিজয় দিবস
২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার): যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন
বড়দিন বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ ডিসেম্বর)। ফলে সরকারি চাকরিজীবীরা চাইলে এই সময়টায় এক দিনও অতিরিক্ত ছুটি না নিয়েই তিন দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন।
অন্যদিকে, নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই, ফলে দীর্ঘ বিরতির সুযোগ থাকছে না। তাই অনেকেই ডিসেম্বরের টানা ছুটির সময়টিকে বছরের শেষ ভ্রমণ বা পারিবারিক আয়োজনের জন্য সেরা সুযোগ হিসেবে দেখছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ছুটির এই ক্যালেন্ডার অনুযায়ী বড়দিনের টানা তিন দিনের বিরতি সরকারি কর্মচারীদের বছরের শেষ ছুটি হিসেবে বিবেচিত হবে।