২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভারতে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান।
সে সময় জানিয়েছিলেন, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। আর মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। যদিও সাকিবের সেই ইচ্ছা আর পূরণ হয়নি।
এবার সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার নিজের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। জানালেন, কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট দল আটলান্টা ফায়ারের হয়ে খেলছেন সাকিব।
সেখানে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় সাকিব আল হাসান জানান, তিনি এখনো বাংলাদেশের হয়ে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।
সাকিব জানিয়েছেন, তিনি চান দেশের মাটিতে বিশেষ করে মিরপুরে ম্যাচ খেলে নিজের ক্রিকেটজীবনের ইতি টানতে।
তার ভাষায়, ‘হ্যাঁ, শতভাগ। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটিই হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।’ সূত্র: ক্রিকবাজ