শিরোনাম
◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস ◈ যেসব এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডিসেম্বরে ঢাকা আসছেন ◈ ডিসেম্বরে এক দিন নিলেই টানা ৪ দিন ছুটি, নভেম্বরে কত দিন? ◈ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮০৩ ◈ ইভিএম বাতিল, প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক ◈ সালমান শাহ হত্যা মামলা, আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ গাজীপুরে কিশোরী ধর্ষণ: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শায়খ আহমাদুল্লাহর, প্রেমের সম্পর্ক দেখিয়ে ঘটনা হালকা করার অভিযোগ ◈ ‘নীরব কিন্তু উদাসীন নয়’: কেন ভারতের জেন-জি তরুণরা রাস্তায় নামছে না

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:১৩ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে ১০ বছর পর শতরানের উদ্বোধনী জুটি, সৌম্য-সাইফের ফিফটি

তৃতীয় ওয়ানডেতে মিরপুরের পিচ যেন হয়ে গেল ব্যাটিং বান্ধব। উদ্বোধনী জুটিতে ঝড় তুলছেন সৌম্য সরকার ও সাইফ হাসান। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। মাত্র ১৫.৩ ওভারেই দলকে তারা এনে দিলেন শতরান। মিরপুরে ১০ বছর পর উদ্বোধনী জুটিতে শতরান পার করলো লাল সবুজরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে বিনা উইকেটে টাইগারদের সংগ্রহ ১২৩ রান। সৌম্য ৫৯ বলে ৬৪ আর সাইফ ৪৯ বলে ৫৪ রানে অপরাজিত রয়েছেন।

প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতা। শেষ ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। কালো পিচে আগের দুই ম্যাচ পুরোপুরি স্পিন সহায়ক হলেও আজ যেন সেটি ব্যাটিং সহায়ক হয়ে গেছে। কৃতিত্বটাও অবশ্য দুই টাইগার ওপেনারের। শুরু থেকেই তারা চড়াও হয়েছেন ক্যারিবীয় বোলারদের ওপর।
 
 মাত্র ১৫.৩ ওভারের মধ্যেই দলকে শতরান এনে দিয়েছেন। এখন তারা রয়েছেন ১০ বছরের মধ্যে মিরপুরে সর্বোচ্চ উদ্বোধনী জুটি ভাঙার পথে। ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। সে রেকর্ড ভাঙা থেকে সাইফ ও সৌম্য আছেন মাত্র ২৪ রান দূরে।
 
বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক/উইকেটকিপার), আকিম অগাস্তে, শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, আকিল হোসেন, খারি পিয়েরে, গুদাকেশ মোতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়