শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপনে বিকেএসপিতে মুমিনুল, নিলেন দুই প্রিয় কোচের পরামর্শ

স্পোর্টস ডেস্ক: [২] শেরের বাংলায় ক্রিকেটারদের অনুশীলন বন্ধ হলেও ক্রিকেটাররা হাত পা গুটিয়ে বসে নেই। টেস্ট অধিনায়ক মুমিনুল হক এর মধ্যে বিকেএসপিতে দুই প্রিয় কোচ নাজমুল আবেদিন ফাহিম আর মোহাম্মদ সালাউদ্দীনের সান্নিধ্যে কাটিয়ে এসেছেন।

[৩] বলার অপেক্ষা রাখে না, সাভারের বিকেএসপিতে এখন একান্তে নিবিড় অনুশীলন করছেন সাকিব আল হাসান। তার বিকেএসপি ছাত্র জীবনের দুই শিক্ষক ফাহিম স্যার (নাজমুল আবেদিন) ও সালাউদ্দীন স্যারের (মোহাম্মদ সালাউদ্দীন) স্যারের নিবিড় পরিচর্যায় চলছে সাকিবের মাঠে ফেরার প্রস্তুতি।

[৪] এরই মধ্যেই তিনদিন আগে গত বৃহস্পতিবার দিনে এক বেলা ওই দুই কোচের সান্নিধ্যে অনুশীলন করলেন মুমিনুল হকও। সাকিবের অনুশীলন কার্যক্রম চলছে নীরবে-নিভৃতে। একইভাবে মুমিনুল হকও অনেকটা গোপনেই একা একা বিকেএসপি গিয়ে দুই প্রিয় স্যারের সাথে নিজের ব্যাটিং নিয়ে কাজ করে এলেন।

[৫] সোমবার মুমিনুল বলেন, ‘ঠিক প্র্যাকটিস সেশন বলা যাবে না। আমি বরাবরই ব্যাটিং নিয়ে এবং কোন টেকনিক্যাল সমস্যা হলে আমার বিকেএসপির দুই টিচার ফাহিম স্যার ও সালাউদ্দীন স্যারের সাথে কথা বলি। উনাদের পরামর্শ নেই। কোন সমস্যা থাকলে খোলামেলা আলাপ করি। তারা সমাধান দিয়ে দেন।

[৬] এবারের যাওয়াটাও একই রকম। আমার ব্যাটিং নিয়ে খেলামেলা আলাপ করতেই দুই স্যারের কাছে ছুটে যাওয়া। সব কিছু ঠিক থাকলে হয়ত তাদের শেরে বাংলায়ই পাওয়া যেত। যেহেতু করোনার কারণে তারা বিকেএসপির বাইরে আসতে পারছেন না, তাই আমি নিজে গিয়েই দেখা করলাম।

[৭] কথা বললাম। ব্যাটিং নিয়ে আলাপ হলো। তারাও প্রয়োজনীয় পরামর্শ দিলেন। আমি শুনলাম। সে টিপস মেনে কাজ করবো সামনের দিনগুলোয়।’- জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়