শিরোনাম
◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপনে বিকেএসপিতে মুমিনুল, নিলেন দুই প্রিয় কোচের পরামর্শ

স্পোর্টস ডেস্ক: [২] শেরের বাংলায় ক্রিকেটারদের অনুশীলন বন্ধ হলেও ক্রিকেটাররা হাত পা গুটিয়ে বসে নেই। টেস্ট অধিনায়ক মুমিনুল হক এর মধ্যে বিকেএসপিতে দুই প্রিয় কোচ নাজমুল আবেদিন ফাহিম আর মোহাম্মদ সালাউদ্দীনের সান্নিধ্যে কাটিয়ে এসেছেন।

[৩] বলার অপেক্ষা রাখে না, সাভারের বিকেএসপিতে এখন একান্তে নিবিড় অনুশীলন করছেন সাকিব আল হাসান। তার বিকেএসপি ছাত্র জীবনের দুই শিক্ষক ফাহিম স্যার (নাজমুল আবেদিন) ও সালাউদ্দীন স্যারের (মোহাম্মদ সালাউদ্দীন) স্যারের নিবিড় পরিচর্যায় চলছে সাকিবের মাঠে ফেরার প্রস্তুতি।

[৪] এরই মধ্যেই তিনদিন আগে গত বৃহস্পতিবার দিনে এক বেলা ওই দুই কোচের সান্নিধ্যে অনুশীলন করলেন মুমিনুল হকও। সাকিবের অনুশীলন কার্যক্রম চলছে নীরবে-নিভৃতে। একইভাবে মুমিনুল হকও অনেকটা গোপনেই একা একা বিকেএসপি গিয়ে দুই প্রিয় স্যারের সাথে নিজের ব্যাটিং নিয়ে কাজ করে এলেন।

[৫] সোমবার মুমিনুল বলেন, ‘ঠিক প্র্যাকটিস সেশন বলা যাবে না। আমি বরাবরই ব্যাটিং নিয়ে এবং কোন টেকনিক্যাল সমস্যা হলে আমার বিকেএসপির দুই টিচার ফাহিম স্যার ও সালাউদ্দীন স্যারের সাথে কথা বলি। উনাদের পরামর্শ নেই। কোন সমস্যা থাকলে খোলামেলা আলাপ করি। তারা সমাধান দিয়ে দেন।

[৬] এবারের যাওয়াটাও একই রকম। আমার ব্যাটিং নিয়ে খেলামেলা আলাপ করতেই দুই স্যারের কাছে ছুটে যাওয়া। সব কিছু ঠিক থাকলে হয়ত তাদের শেরে বাংলায়ই পাওয়া যেত। যেহেতু করোনার কারণে তারা বিকেএসপির বাইরে আসতে পারছেন না, তাই আমি নিজে গিয়েই দেখা করলাম।

[৭] কথা বললাম। ব্যাটিং নিয়ে আলাপ হলো। তারাও প্রয়োজনীয় পরামর্শ দিলেন। আমি শুনলাম। সে টিপস মেনে কাজ করবো সামনের দিনগুলোয়।’- জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়