শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপনে বিকেএসপিতে মুমিনুল, নিলেন দুই প্রিয় কোচের পরামর্শ

স্পোর্টস ডেস্ক: [২] শেরের বাংলায় ক্রিকেটারদের অনুশীলন বন্ধ হলেও ক্রিকেটাররা হাত পা গুটিয়ে বসে নেই। টেস্ট অধিনায়ক মুমিনুল হক এর মধ্যে বিকেএসপিতে দুই প্রিয় কোচ নাজমুল আবেদিন ফাহিম আর মোহাম্মদ সালাউদ্দীনের সান্নিধ্যে কাটিয়ে এসেছেন।

[৩] বলার অপেক্ষা রাখে না, সাভারের বিকেএসপিতে এখন একান্তে নিবিড় অনুশীলন করছেন সাকিব আল হাসান। তার বিকেএসপি ছাত্র জীবনের দুই শিক্ষক ফাহিম স্যার (নাজমুল আবেদিন) ও সালাউদ্দীন স্যারের (মোহাম্মদ সালাউদ্দীন) স্যারের নিবিড় পরিচর্যায় চলছে সাকিবের মাঠে ফেরার প্রস্তুতি।

[৪] এরই মধ্যেই তিনদিন আগে গত বৃহস্পতিবার দিনে এক বেলা ওই দুই কোচের সান্নিধ্যে অনুশীলন করলেন মুমিনুল হকও। সাকিবের অনুশীলন কার্যক্রম চলছে নীরবে-নিভৃতে। একইভাবে মুমিনুল হকও অনেকটা গোপনেই একা একা বিকেএসপি গিয়ে দুই প্রিয় স্যারের সাথে নিজের ব্যাটিং নিয়ে কাজ করে এলেন।

[৫] সোমবার মুমিনুল বলেন, ‘ঠিক প্র্যাকটিস সেশন বলা যাবে না। আমি বরাবরই ব্যাটিং নিয়ে এবং কোন টেকনিক্যাল সমস্যা হলে আমার বিকেএসপির দুই টিচার ফাহিম স্যার ও সালাউদ্দীন স্যারের সাথে কথা বলি। উনাদের পরামর্শ নেই। কোন সমস্যা থাকলে খোলামেলা আলাপ করি। তারা সমাধান দিয়ে দেন।

[৬] এবারের যাওয়াটাও একই রকম। আমার ব্যাটিং নিয়ে খেলামেলা আলাপ করতেই দুই স্যারের কাছে ছুটে যাওয়া। সব কিছু ঠিক থাকলে হয়ত তাদের শেরে বাংলায়ই পাওয়া যেত। যেহেতু করোনার কারণে তারা বিকেএসপির বাইরে আসতে পারছেন না, তাই আমি নিজে গিয়েই দেখা করলাম।

[৭] কথা বললাম। ব্যাটিং নিয়ে আলাপ হলো। তারাও প্রয়োজনীয় পরামর্শ দিলেন। আমি শুনলাম। সে টিপস মেনে কাজ করবো সামনের দিনগুলোয়।’- জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়