ডেস্ক রিপোর্ট: সীমান্তের উত্তাপের আঁচ পড়ল না কর্তব্য পালনে। ভারতের উত্তর সিকিমের দুর্গম এলাকায় পথ ভুলে ঢুকে পড়া ৩ চীনা নাগরিককে উদ্ধার করলেন ভারতীয় সেনাবাহিনী। সমুদ্রপৃষ্ঠের প্রায় ১৮ হাজার উচ্চতায় হিমাঙ্কের নীচে থাকা তাপমাত্রার সঙ্গে কঠিন লড়াই চালাচ্ছিলেন ৩ চীনা নাগরিক। খবর কলকাতা টোয়েন্টিফোরের।
হাড়কাঁপানো ঠান্ডায় বাঁচার রসদ ছিল না তাদের কাছে। খবর পেয়েই তাদের উদ্ধারে এগিয়ে যায় ভারতীয় সেনা। ৩ চীনা নাগরিককে উদ্ধার করে তাদের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এই তৎপরতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শি জিনপিংয়ের দেশের এই তিন নাগরিক।
লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা আগ্রাসনের পর থেকেই পরিস্থিতির বদল এসেছে। তলানিতে ঠেকেছে চীন-ভারতের সম্পর্ক। অবৈধভাবে লাদাখ উপত্যকায় সেনা সমাবেশ ঘটিয়ে চলেছে চীন। ভারতীয় ভূখণ্ডেও তারা ঢুকে পড়ছে। যা নিয়ে গত কয়েকদিন ধরেই ভারত-চীন সীমান্তে চূড়ান্ত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। চীনকে মোক্ষম জবাব দিতে তৈরি ভারত।
একদিকে, চীনা সেনার চোখ রাঙানির যোগ্য জবাব দিতে তৈরি ইন্ডিয়ান আর্মি। তা সত্ত্বেও মানবিক আচরণের পরিচয় দিল ভারতীয় সেনা। উত্তর সিকিমে সমুদ্রপৃষ্ট থেকে সাড়ে ১৭ হাজার ফুট উচ্চতায় ঘুরতে এসে পথ হারিয়ে ফেলেছিলেন তিন চীনা নাগরিক। ওই এলাকায় হিমাঙ্কের নীচে তাপমাত্রা। হাড়কাঁপুনি ঠান্ডার সঙ্গে লড়তে ওই চিনা নাগরিকদের কাছে কোনও উপকরণ ছিল না।
ভারতীয় সেনাই আটকে পড়া ওই চীনা নাগরিকদের উদ্ধার করে। তাদের অক্সিজেন, খাবার ও গরম পোশাক দেওয়া হয়। এমনকী তাদের চিকিৎসারও ব্যবস্থা করা হয়। পরে চীনা নাগরিকদের নিজেদের গন্তব্যে ফিরে যেতেও সাহায্য করেছে সেনাবাহিনী। স্বভাবতই ভারতের সেনাবাহিনীর এই তৎপরতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই তিন চীনা নাগরিক। উত্তর সিকিমের ওই এলাকা থেকে তিন চীনা নাগিরককে উদ্ধার করার পর ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে টুইট করে সেই তথ্য জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন