আসিফুজ্জামান পৃথিল: [২] কয়েক সপ্তাহ ধরে চলে আসা সংঘাতের অবসান ঘটাতে সম্মত হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরায়েল। এরই ধারাবাহিকতায় কাতারে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। দ্য গার্ডিয়ান, আল জাজিরা
[৩] সোমবার এক বিবৃতিতে হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের কার্যালয় থেকে জানানো হয়, যুদ্ধবিরতির ফলে গাজা উপত্যকার ওপর বিমান হামলাসহ সব ধরনের হামলা বন্ধ হবে। ফলে হামাস যেসব বিস্ফোরক বেলুন দিয়ে হামলা চালাত সেগুলোও বন্ধ হবে।
[৪] বিবৃতিতে আরও জানানো হয়, কাতারের দূত মোহাম্মাদ আল-এমাদির সঙ্গে আলোচনার ফলে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। যার ফলে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করবে।
[৫] চুক্তির বিষয়ে ইসরায়েল বলেছে, শান্তি ও নিরাপত্তা স্থিতিশীল রাখতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তেল আবিব। তবে হামাস যদি যুদ্ধবিরতি মেনে চলতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েলও একই ব্যবস্থা নেবে। সম্পাদনা: ইকবাল খান