আজিজুল ইসলাম : [২] বাঘারপাড়া থানা পুলিশের মধ্যে কোভিড-১৯ ভাইরাস ব্যাপকহারে সংক্রমণ হয়েছে । শনিবার পর্যন্ত থানায় মোট ১২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
[৩] আক্রান্তদের মধ্যে একজন ওসি পদ মর্যাদার ও চার পুলিশ কর্মকর্তা এবং ৭জন কনস্টেবল রয়েছেন।
[৪] শনিবার (২৯ আগস্ট) এ উপজেলায় শনাক্ত হওয়া ৩ জনই পুলিশ সদস্য।এদের মধ্যে একজন বাঘারপাড়া থানার এসআই, অন্য দু ‘জন কনস্টেবল। আক্রান্ত পুলিশ কর্মকর্তা বর্তমানে যশোর শহরের কদমতলায় নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন। কনস্টেবল দু্'জন মাগুরার শালিখায় যার যার বাড়িতে অবস্থান করছেন।
[৫] ইতোপূর্বে গত ২৫ আগস্ট এক এসআই, এক এএসআই ও তিন কনস্টেবল আক্রান্ত হন। এছাড়া ২৮ আগস্ট একজন এএসআই ও এক পুলিশ সদস্য করোনা পজিটিভ হয়েছিলেন। তারাও নিজের বাসায় চিকিৎসাধীন আছেন।
[৬] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও বাঘারপাড়া হাসপাতালের করোনা ফোকাল কর্মকর্তা ডাক্তার মো. শাহ্ আলম রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন ।
এ পর্যন্ত বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৮৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে।