শিরোনাম
◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ বছরে শেষের দিকে মাঠে লিগ ফেরাতে আগ্রহী বাফুফে

রাহুল রাজ: [২] চলতি বছরের শেষে হলেও প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর আগ্রহ আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

[৩] এটা শুধু ফেডারেশনের আগ্রহ। চূড়ান্তভাবে সিদ্ধান্ত হতে হলে সব ক্লাবকেই এগিয়ে আসতে হবে। কেননা দেশের করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে খেলা মাঠে ফেরানোর মতো স্বাভাবিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে।

[৪] তবে ফেডারেশন চায় এ বছরেই লিগ চালু হোক। ক্লাবগুলোর সঙ্গে দ্রুত বসে লিগ চালু করার বিষয়েও উদ্যোগী হবে বলে জানান বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ‘যারা ফুটবল খেলে তারা খেলার বাইরে থাকলে পারফরম্যান্স ধরে রাখতে পারে না।

[৫] সাবেক খেলোয়াড় হিসেবে আমিও চাই দ্রæত মাঠে খেলা ফিরুক। চ্যাম্পিয়নশিপ লিগ আছে। তাদের ক্লাবগুলোর সঙ্গেও বসতে হবে।’

[৬] ‘প্রিমিয়ার লিগ মাঠে নামলে সব লিগই মাঠে ফিরবে। এ বছরেই ২০২০-২১ এর মৌসুম শুরু হবে।’ যোগ করেন তিনি।

[৭] খেলোয়াড়রা শিগগিরই লিগ মাঠে ফেরার অনুরোধ জানিয়েছেন বলে জানান বাফুফের সিনিয়র সহ সভাপতি।

[৮] এছাড়াও খেলোয়াড়দের একটা অ্যাসোসিয়েশন গঠন করার কথা বলেন সালাম মুর্শেদী, ‘প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের একটা অ্যাসোসিয়েশন গঠন করা দরকার। তারা খেলোয়াড়দের বিভিন্ন বিষয় নিয়ে উদ্যোগী হতে পারবে এই সংগঠনগুলো। সাবেক ফুটবলারদের নিয়েও অ্যাসোসিয়েশন থাকা দরকার আছে।’

[৯] আগামী সপ্তাহেই ক্লাবগুলোর কর্মকর্তাদের সঙ্গে বসে লিগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়