শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ বছরে শেষের দিকে মাঠে লিগ ফেরাতে আগ্রহী বাফুফে

রাহুল রাজ: [২] চলতি বছরের শেষে হলেও প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর আগ্রহ আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

[৩] এটা শুধু ফেডারেশনের আগ্রহ। চূড়ান্তভাবে সিদ্ধান্ত হতে হলে সব ক্লাবকেই এগিয়ে আসতে হবে। কেননা দেশের করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে খেলা মাঠে ফেরানোর মতো স্বাভাবিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে।

[৪] তবে ফেডারেশন চায় এ বছরেই লিগ চালু হোক। ক্লাবগুলোর সঙ্গে দ্রুত বসে লিগ চালু করার বিষয়েও উদ্যোগী হবে বলে জানান বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ‘যারা ফুটবল খেলে তারা খেলার বাইরে থাকলে পারফরম্যান্স ধরে রাখতে পারে না।

[৫] সাবেক খেলোয়াড় হিসেবে আমিও চাই দ্রæত মাঠে খেলা ফিরুক। চ্যাম্পিয়নশিপ লিগ আছে। তাদের ক্লাবগুলোর সঙ্গেও বসতে হবে।’

[৬] ‘প্রিমিয়ার লিগ মাঠে নামলে সব লিগই মাঠে ফিরবে। এ বছরেই ২০২০-২১ এর মৌসুম শুরু হবে।’ যোগ করেন তিনি।

[৭] খেলোয়াড়রা শিগগিরই লিগ মাঠে ফেরার অনুরোধ জানিয়েছেন বলে জানান বাফুফের সিনিয়র সহ সভাপতি।

[৮] এছাড়াও খেলোয়াড়দের একটা অ্যাসোসিয়েশন গঠন করার কথা বলেন সালাম মুর্শেদী, ‘প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের একটা অ্যাসোসিয়েশন গঠন করা দরকার। তারা খেলোয়াড়দের বিভিন্ন বিষয় নিয়ে উদ্যোগী হতে পারবে এই সংগঠনগুলো। সাবেক ফুটবলারদের নিয়েও অ্যাসোসিয়েশন থাকা দরকার আছে।’

[৯] আগামী সপ্তাহেই ক্লাবগুলোর কর্মকর্তাদের সঙ্গে বসে লিগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়