শিরোনাম
◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০১:০১ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কট করতে পারে ইউরোপের বড় দলগুলো!

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ বয়কট করতে পারে ইউরোপের বেশ কয়েকটি হেভিওয়েট দল। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ডয়েচেভেলে।

বেশ কিছুদিন ধরেই ইউরোপের দেশ গ্রিনল্যান্ড দখলে উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটির দখল প্রচেষ্টার বিরোধিতা করায় জার্মানিসহ আটটি দেশের ওপর শুল্ক আরোপের হুমকিও দিয়ে রেখেছেন তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিশ্বকাপ ফুটবল বয়কটের দাবি উঠেছে জার্মানিতে। 
 
সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এরই মধ্যে কিছু মহলে ইউরোপীয় দলগুলোকে ২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কটের আহ্বান জোরালো হতে শুরু করেছে। রাজনীতিবিদ, ভক্ত এবং ফুটবল কর্তারা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ— বিশেষ করে গ্রিনল্যান্ডের সাথে সম্পর্কিত ইস্যু বিতর্ক তৈরি করেছে।
 
গত সপ্তাহে দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামে এক বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার জন্য শক্তি প্রয়োগ করবো না। তার আগে তিনি বলেছিলেন, ‘আমরা সম্ভবত কিছুই পাবো না, যদি না আমি অতিরিক্ত বল প্রয়োগের সিদ্ধান্ত না নেই।’ 
 
উত্তর আটলান্টিক দেশগুলোর সামরিক জোট ন্যাটো, সেখানে আছে ডেনমার্কও। তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিরাপত্তায় বিঘ্ন ঘটলে ন্যাটোর ওপরও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ডেনমার্ক আবার যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র। কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে সম্প্রতি দুই দেশের মাঝে তৈরি হয়েছে দূরত্ব। ইউরোপের ওই ভূখণ্ডে ট্রাম্পের নজর পড়ার বিষয়টি খুব একটা ভালোভাবে নিচ্ছেন না অনেকেই। 
 
সামাজিক যোগাযোগমাধ্যমে এরিক কোকুয়েরেল লিখেছেন, ‘আমরা কি কল্পনা করতে পারছি যে, এমন একটি দেশে ফুটবল বিশ্বকাপ খেলতে যাবো, যারা আমাদের প্রতিবেশীদের ওপর আধিপত্য দেখাতে চায়। গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছে, আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জাতিসংঘকে অচল করে দিতে চায়। এই প্রশ্নটা গুরুতর হয়ে উঠেছে, বিশেষত এখনও ইভেন্টটি (বিশ্বকাপ) মেক্সিকো ও কানাডায় সরিয়ে নেওয়া যায়।’ 
 
তার ওই বক্তব্যের প্রেক্ষিতে দু’বারের বিশ্বকাপজয়ী ফরাসিরা বিশ্বকাপ বয়কট করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি। ‘আমরা এমন সময়ে কথা বলছি, যখন মন্ত্রণালয় এমন মেজর এবং বহুল প্রত্যাশিত ইভেন্ট বয়কটের ইচ্ছা পোষণ করে না। কী ঘটবে সেই পূর্ভাবাসও দিচ্ছি না আমি। ২০২৬ বিশ্বকাপ সকল ক্রীড়াপ্রেমীর জন্য খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত।’ 
  
রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। ২০২২ কাতার বিশ্বকাপেও তারা ফাইনাল খেলে, যেখানে আর্জেন্টিনার কাছে তারা হেরে যায়। বিশ্বকাপের এবারের আসর দিয়ে ২৮ বছর পর এই টুর্নামেন্টে ফিরছে আরেক ইউরোপীয় দেশ স্কটল্যান্ড। তারাও বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে না। স্কটিশরা সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৯৮ সালে। 
 
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গ্রিনল্যান্ড ‘দখলে’ তাকে বাধা দেওয়ায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে ১০ শতাংশ শুল্ক দিতে হবে। যদি জুনের মধ্যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি না করা হয় তাহলে এই শুল্ক বেড়ে ২৫ শতাংশে দাঁড়াবে বলেও হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। 
 
এর আগে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের দল সিডিইউর প্রভাবশালী সংসদ সদস্য রোদেরিখ কিসেভেটার বলেছেন, যদি ট্রাম্প হুমকি বাস্তবায়ন করেন ও ইউরোপের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু করেন, তাহলে ইউরোপীয় দেশগুলোর বিশ্বকাপে অংশ নেয়া কঠিন হয়ে পড়বে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, জার্মানির ৪৭ শতাংশ নাগরিক ২০২৬ বিশ্বকাপ বর্জনের পক্ষে মত দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়