শাহীন খন্দকার: [২] বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বুধবার ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মানানা প্রদান করেন। এ সময় তিনি বলেন, করোনাভাইরাস সংক্রান্তু গবেষণা প্রকল্পের আওতায় এদেরকে সম্মাননা দেয়া হয়েছে।
[৩] তিনি আরও বলেন, কোভিড -১৯ ভাইরাসটি রূপ পরিবর্তন করে মানুষের দেহে কতক্ষণ বেঁচে থাকে, কীভাবে ছড়ায়, কোন ধরনের সমতলে কতক্ষণ টিকে থাকে, ভাইরাসটি মানুষের দেহে কীভাবে পরিবর্তিত হয়, আক্রান্ত রোগীদের চিকিৎসা, প্রতিষেধক আবিষ্কাসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তর গবেষণার সুযোগ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
[৪] উপচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, করোনাভাইরাসের হাত থেকে জাতিকে নিরাপদ রাখাতে বিএসএমএমইউ এর বর্তমান প্রশাসন করোনাভাইরাস সংক্রান্ত গবেষণা প্রকল্প গ্রহণ করেছে এবং সেই প্রকল্পের আওতায় ভাইরাসটির বিভিন্ন দিক নিয়ে গবেষণার জন্য অনুদান প্রদান করা হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ